বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে এসেছে নতুন সদস্য। চলতি বছরের ১৫ জুলাই তাঁদের কন্যাসন্তানকে নিজেদের পরিবারে স্বাগত জানিয়েছেন। মেয়ের জন্মের পর কিছু মাস মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কিয়ারা অবশেষে জনসমক্ষে এলেন। মেয়ে সারায়াহ-কে পৃথিবীতে স্বাগত জানানোর পর এটিই তাঁর প্রথম সর্বজনীন উপস্থিতি, যা মুহূর্তে সমাজমাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
মাতৃত্বের এই নতুন অধ্যায়ের এক স্নিগ্ধ ও উজ্জ্বল আভায় তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি শান্ত, সতেজ এবং স্বাভাবিকভাবেই অত্যন্ত স্টাইলিশ। অভিনেত্রীর প্রথম জনসমক্ষে আসার ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বহু প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনে কিয়ারাকে একটি সাধারণ অথচ ফ্যাশনেবল পোশাকে দেখা যায়। তিনি একটি ওভারসাইজড ডেনিম শার্টের সঙ্গে স্টাইলিশ, ফ্রেইড ডেনিম শর্টস পরেছিলেন, যা আরাম এবং ফ্যাশনের মধ্যে এক চমৎকার ভারসাম্য তৈরি করেছে। চুলে ছিল একটি আলগা পনিটেল এবং নূন্যতম মেকআপ—যা তাঁর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছিল।
নতুন মাকে এক ঝলক দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। 'সারায়াহ কেমন আছে?' পাপারাজ্জিদের প্রশ্নে ঘার নেড়ে হেসে কিয়ারা বুঝিয়ে দেন মেয়ে দিব্যি আছে। ভাইরাল ভিডিওর মন্তব্য বিভাগও ভরে উঠেছে সমর্থন ও প্রশংসার বার্তায়। অনেকেই আবার বলছেন, 'তবে কি ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?' যদিও সেই আঁচ এখনও পর্যন্ত মেলেনি। তবে কিয়ারার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি।
মেয়ে 'সারায়াহ’ নামটি কীভাবে নির্বাচন করা হল, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে একাধিক সূত্রের মতে, নামটির অনুপ্রেরণা এসেছে হিব্রু শব্দ ‘সারাহ’ থেকে, যার অর্থ ‘রাজকন্যা’। নামের অর্থ আর তারকা দম্পতির আবেগঘন ঘোষণার ভাষা-দুই মিলে অনুরাগীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে ছোট্ট সারায়াহ।
মেয়েকে এখন আড়ালেই রাখতে চান এই তারকা দম্পতি। আলোকচিত্রীদের কাছে অনুরোধ জানানো হয়, যেন নবজাতকের কোনও ছবি না তোলা হয়। এর আগে সমাজমাধ্যমের একটি পোস্টে অভিনেতা-অভিনেত্রী আরও স্পষ্ট করে লেখেন, 'ছবি নয়, শুধু আশীর্বাদ চাই। এই ব্যক্তিগত সময়টা গোপন থাকলে আমরা কৃতজ্ঞ থাকব।' এই বিশেষ সময়টুকু তাঁরা পরিবার হিসেবে একান্তে উপভোগ করতে চান।
প্রসঙ্গত, ২০২৩ সালে রাজস্থানের জয়সলমীরে বিয়ে করেন সিদ্ধার্থ-কিয়ারা। তার আগেই তাঁদের জুটি বড় পর্দায় প্রশংসা কুড়িয়েছিল ২০২১ সালের যুদ্ধচিত্র ‘শেরশাহ’-এ।
