অমিতাভ বচ্চনের পা ছোঁয়ায় খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) ক্ষোভে ফেটে পড়েছে পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ-এর উপর। নভেম্বরের ১ তারিখে অস্ট্রেলিয়ায় তাঁর নির্ধারিত কনসার্ট বন্ধ করার হুমকি দিয়েছে গুরপতওয়ন্ত সিং পান্নুনের সংগঠন। অভিযোগ, দিলজিতের এই পদস্পর্শ নাকি ‘১৯৮৪-র শিখ গণহত্যার’ শহিদদের স্মৃতির প্রতি ‘অপমান’!
‘শিখস ফর জাস্টিস’-র প্রধান পান্নুন এক বিবৃতিতে বলেন, “অমিতাভ বচ্চন সেই ব্যক্তি,যাঁর কথাতেই ১৯৮৪-র গণহত্যা উসকে উঠেছিল। তাঁর পা ছুঁয়ে দিলজিৎ প্রত্যেক নিহত, প্রতিটি বিধবা ও অনাথ শিশুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এটা অজ্ঞতা নয়, এটা বিশ্বাসঘাতকতা।” সংগঠনটির দাবি, ১ নভেম্বর, যা শিখ সম্প্রদায়ের কাছে ‘ স্মৃতি দিবস’ (রিমেমব্রেন্স ডে) হিসেবে পালিত হয়, সেদিন কোনও শিখ শিল্পী বা প্রতিষ্ঠান যেন কোনও উৎসব না করে।

ঘটনার সূত্র শনিবারের ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এর মঞ্চ। শো-এ অতিথি হিসেবে আসেন দিলজিৎ দোসাঞ্জ। উপস্থিত হতে না হতেই তিনি প্রণাম করেন অমিতাভ বচ্চনের পায়ে। ‘বিগ বি’-ও সস্নেহে তাঁকে জড়িয়ে ধরেন। মুহূর্তটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন দিলজিৎকে। কিন্তু সেই উষ্ণতার মধ্যেই রোষ ছড়ায় খালিস্তানি শিবিরে।
ওই গোষ্ঠী শুধু দিলজিৎকে হুমকিই দেয়নি, অকাল তখত সাহিবের জথেদার জিয়ানী কুলদীপ সিং গারগজ-কে চিঠি লিখে দিলজিৎকে তলব করারও অনুরোধ জানিয়েছে। সংগঠনটির বক্তব্য, ২০১০ সালের অকাল তখতের আদেশ অনুযায়ী নভেম্বর মাসকে ‘শিখ গণহত্যা মাস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমন সময়ে অমিতাভকে প্রণাম করা শিখ সমাজের প্রতি ‘অমার্জনীয়’।
তবুও দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে অস্ট্রেলিয়াতেই তাঁর ‘ওরা ট্যুর’ নিয়ে ব্যস্ত। তিনি ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন। সিডনির স্টেডিয়ামে প্রথম কোনও ভারতীয় শিল্পী হিসেবে পুরো শো ‘সোল্ড আউট’। ৩০ হাজার দর্শক, টিকিটের দাম ছুঁয়েছিল ৮০০ ডলার পর্যন্ত!
খালিস্তানি হুমকি সত্ত্বেও ভক্তরা বলছেন, দিলজিতের সঙ্গীতই তাঁর পরিচয়, রাজনীতি নয়। তবে ১ নভেম্বরের শো ঘিরে এখন চোখ অস্ট্রেলিয়ার দিকে – শেষমেশ কনসার্ট হবে তো?
