এই বছরের বড়দিনটা ক্যাটরিনা কইফের কাছে যারপরনাই স্পেশ্যাল। কারণ এবারই প্রথমবার তিনি মা হয়ে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলেন।স্বামী ভিকি কৌশল, তাঁর ভাই সানি কৌশল এবং ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে নিয়ে উষ্ণ ভালবাসায় ভরা, ব্যক্তিগত পরিসরে ক্রিসমাস সেলিব্রেশনের ঝলক ভাগ করে নিলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার রাতে নিজের মুম্বইয়ের বাসভবন থেকে একটি বিশেষ ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে দেখা যায়, সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রির সামনে পরিবারকে নিয়ে হাসিমুখে নিজস্বী তুলেছেন তিনি। সবার মাথায় লাল-সাদা সান্তা ক্যাপ, মুখভরা আনন্দ। উজ্জ্বল লাল পোশাকে ক্যাটরিনা যেমন উজ্জ্বল, তেমনই পাশে দাঁড়িয়ে থাকা ভিকি কৌশলও মজার ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন—“সবাই যে ভালবাসা, আনন্দ এবং শান্তি পায়… কারণ আজ যে বড়দিন!”। মা হওয়ার পর এটাই তাঁর প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, তাই ক্যাট-ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Katrina Kaif (@katrinakaif)
নেটিজেনরা লিখেছেন,“বিশ্বাসই হয় না, এখন তিনি মা!”, “এই ছবিটাই ছিল সবচেয়ে বেশি অপেক্ষার”, “মা-বাবার হওয়ার পর ভিকি-ক্যাটরিনার প্রথম ক্রিসমাস! দুর্দান্ত লাগছে তাঁদের দেখে।” কেউ কেউ তাঁদের সন্তানের ঝলক দেখার অপেক্ষার কথাও জানান ভালবাসা ভরা মন্তব্যে।
উল্লেখ্য, চলতি নভেম্বরেই তাঁদের সন্তান জন্ম নিয়েছে। আবেগঘন পোস্টে ভিকি-ক্যাট জানিয়েছিলেন, “আমাদের আনন্দের চাবিকাঠি চলে এসেছে… আমরা অপরিসীম কৃতজ্ঞতা ও ভালবাসায় আমাদের একরত্তি ছেলেটাকে স্বাগত জানালাম।”
২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোপনীয় এবং ঘনিষ্ঠ পরিবেশে বিয়ে করেন ক্যাটরিনা–ভিকি। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পরই তাঁদের সেই সম্পর্ককে আনুষ্ঠানিক করে নেন দু’জনে। নতুন বাবা হিসেবে অনুভূতি নিয়ে সম্প্রতি ভিকি জানিয়েছেন, প্রতিদিন নতুন আবেগ, নতুন উপলব্ধি। এই অভিজ্ঞতা তাঁকে আরও স্থির ও আবেগতাড়িত করে তুলছে।
অন্যদিকে কাজের দিক থেকেও বছরটা ভিকির কাছে বিশেষ। ‘ছাভা’ ছবির বিশাল সাফল্য, সামনে আসছে সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’। অন্যদিকে, ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’-এ।
সব মিলিয়ে, পরিবার, ভালোবাসা আর নতুন জীবনের আনন্দ এই বড়দিনে ক্যাটরিনা-ভিকির ঘর যেন সত্যিই আলোয় ভরা।