এই বছরের বড়দিনটা ক্যাটরিনা কইফের কাছে যারপরনাই স্পেশ্যাল। কারণ এবারই প্রথমবার তিনি মা হয়ে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করলেন।স্বামী ভিকি কৌশল, তাঁর ভাই সানি কৌশল এবং ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে নিয়ে উষ্ণ ভালবাসায় ভরা, ব্যক্তিগত পরিসরে ক্রিসমাস সেলিব্রেশনের ঝলক ভাগ করে নিলেন অভিনেত্রী।

 

বৃহস্পতিবার রাতে নিজের মুম্বইয়ের বাসভবন থেকে একটি বিশেষ ছবি পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে দেখা যায়, সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রির সামনে পরিবারকে নিয়ে হাসিমুখে নিজস্বী তুলেছেন তিনি। সবার মাথায় লাল-সাদা সান্তা ক্যাপ, মুখভরা আনন্দ। উজ্জ্বল লাল পোশাকে ক্যাটরিনা যেমন উজ্জ্বল, তেমনই পাশে দাঁড়িয়ে থাকা ভিকি কৌশলও মজার ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন—“সবাই যে ভালবাসা, আনন্দ এবং শান্তি পায়… কারণ আজ যে বড়দিন!”। মা হওয়ার পর এটাই তাঁর প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, তাই ক্যাট-ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Katrina Kaif (@katrinakaif)