সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর হামলা হওয়ায় তটস্থ বি-টাউন। যেদিন সইফের উপর আক্রমণ হয়, সেদিন নাকি নৈশপার্টিতে মত্ত ছিলেন করিনা। এই খবর ছড়িয়েছিল প্রথমে। যদিও পরে তদন্তের রিপোর্টে জানা যায়, সেদিন সইফ-করিনা একসঙ্গেই বাড়িতে ছিলেন। তবুও স্বামীর উপর হামলা হওয়ায় নিজের দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন এনেছেন বেবো।
সইফের উপর হামলার পর থেকে বদল এসেছে পাতৌদি পরিবারের জীবনযাত্রায়। দুই ছেলে তৈমুর ও জেহ-কে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সইফ-করিনা। বেড়েছে তাঁদের নিরাপত্তাও। ঘটনার প্রভাবে এখনও আতঙ্কে থাকেন করিনা।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মুম্বইয়ে এই ধরনের ঘটনা খুব কমই শোনা যায়, যেখানে আমেরিকায় এই ধরণের ঘটনা বেশি দেখা যায়। তিনি এখনও এই ঘটনার সঙ্গে পুরোপুরিভাবে মানিয়ে নিতে পারেননি। এমনকী ঘটনার প্রথম কয়েক মাস তিনি খুব অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। ঘুমোতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সংগ্রাম করতে হয়েছিল করিনাকে।
করিনার কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছি যে স্মৃতি ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। যখন আপনি চোখের সামনে এমন ঘটনা দেখবেন, তখন আপনি কখনই সত্যিই তা কাটিয়ে উঠতে পারবেন না। মাসের পর মাস ঘুমোতে পারতাম না রাতে। চিন্তা হত দুই সন্তানের জন্য। এত অল্প বয়সে বাড়িতে এমন একটা কাণ্ডে দেখেছে তারা, কী প্রভাব পড়বে তাঁদের শিশুমনে, সেই নিয়ে চিন্তা হতো সব সময়। বর্তমানে মাসে ১০-১৫ দিনের বেশি কাজ করি না। এমনকী নৈশ পার্টিতে যাওয়াও ছেড়ে দিয়েছি একেবারে। পরিবারকে সময় দিই, আর সুস্থ জীবনযাপনের চেষ্টা করি।"
