নিজস্ব সংবাদদাতা, মুম্বই: এক সময় একে অপরের প্রেমে বুঁদ ছিলেন। বলিপাড়ায় তাঁদের প্রেম ছিল অন্যতম চর্চিত বিষয়। এমনকী তাঁদের বিচ্ছেদ নিয়েও জলঘোলা কম হয়নি। করিনা কাপুর এবং শাহিদ কাপুরের রিয়েল লাইফ জুটি নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তারপর জীবন নিজের মতো এগিয়ে গিয়েছে। বর্তমানে দুই ‘প্রাক্তন’ই সুখী দাম্পত্য কাটাচ্ছেন। কিন্তু শনিবার এক অনুষ্ঠানে তাঁদের একে অপরের প্রতি আচরণ দেখে রীতিমতো হতচকিত হয়ে যান সকলে।
মায়ানগরীতে প্রেম-বিচ্ছেদের খবর প্রায়ই শিরোনামে উঠে আসে। পরে প্রাক্তন যুগলদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও বজায় থাকে। কিন্তু শোনা যায়, শাহিদ-করিনার প্রেম ভাঙার পর্বে বেশ তিক্ততা ছিল। বিচ্ছেদের পরে তাঁদের মধ্যে বিন্দুমাত্র বন্ধুত্ব ছিল না। প্রেম ভাঙার পর প্রকাশ্যে একসঙ্গে কখনও তাঁদের কথা বলতে দেখা যায়নি। বিটাউনের কোনও অনুষ্ঠান হোক বা পার্টি, ‘গীত-আদিত্য’ বেশ কৌশলে একে অপরকে এড়িয়ে গিয়েছেন।‘উড়তা পাঞ্জাব’-এ কাজ করলেও তাঁদের একসঙ্গে কোনও দৃশ্য ছিল না। এমনকি ছবির প্রচারেও তাঁরা দূরত্ব বজায় রেখেছিলেন। তবে অতীতকে পেছনে ফেলে, শনিবার জয়পুরে আইফা ২০২৫-এর সাংবাদিক সম্মেলনে একসঙ্গে ধরা দিলেন শাহিদ-করিনা। শুধু তাই নয়, সকলের সামনে একে অপরকে আলিঙ্গন করলেন। স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নেটপাড়ায় ঝড় তুলেছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, করিনা বেশ হেসে হেসে কথা বলছেন। মন দিয়ে শুনছেন শাহিদ। দুই তারকা ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা যদিও স্পষ্ট নয়। তবে দু’জনের ভাবভঙ্গি দেখে এটুকু পরিষ্কার যে অতীতের তিক্ততার স্মৃতি অনেকটাই মুছে গিয়েছে। অনুরাগীদের অনুমান, হয়তো তাঁরা এক সময়ে একসঙ্গে কাজ করার স্মৃতি রোমন্থন করছিলেন, কিংবা বর্তমান জীবন নিয়ে গল্পে মশগুল ছিলেন। তবে কি এই জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে, সেই আশায় ভক্তরা।
