সংবাদ সংস্থা মুম্বই: একদিকে বলিউডের মাটি কাঁপানো তারকা অজয় দেবগন, আর অন্যদিকে তাঁর ছোট্ট ছেলে যুগ। এবার এই বাবা-ছেলেকে একসঙ্গে শোনা যাবে পর্দায়—এক আন্তর্জাতিক প্রজেক্টে! হ্যাঁ, ‘ক্যারেটে কিড: লেজেন্ডস’-এর হিন্দি ভার্সনে একসঙ্গে ভয়েস ওভার করছেন অজয় ও যুগ দেবগন। এটিই যুগের প্রথম ছবি, আর অজয়েরও প্রথম আন্তর্জাতিক ভয়েসওভার প্রজেক্ট।

 

জ্যাকি চ্যান অভিনীত আইকনিক চরিত্র ‘মি.হান’-এর জন্য হিন্দি ডাব করবেন অজয়। আর তাঁর পুত্র যুগ, প্রথমবার নিজের কণ্ঠ দিচ্ছেন ফিল্মের মুখ্যচরিত্র ‘লি ফং’-এর জন্য, যে চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বেন ওয়াঙ। এই ছবিতে রয়েছেন ‘ড্যানিয়েল লা রুশো’-র ভূমিকায় রাল্ফ ম্যাচিও-ও।

 

পিতা-সন্তানের কণ্ঠে বেজে উঠবে মার্শাল আর্টের গল্প। সম্প্রতি সোনি পিকচার্স ইন্ডিয়া-র ইনস্টাগ্রামে শেয়ার করেছে অজয় ও যুগের একটি আদুরে ছবি, ক্যাপশনে লেখা—“এবার শিক্ষকের নয়া গলার স্বর। সঙ্গে তাঁর ছাত্ররও!” এর সঙ্গেই ঘোষণা করা হয়েছে, খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে ছবির হিন্দি ট্রেলার।

 

'ক্যারেটে কিড: লেজেন্ডস'-এর গল্প আবর্তিত হয়েছে নিউইয়র্ক শহরে। যেখানে এক কুং ফু প্রতিভা লি ফঙ, নতুন স্কুলে এসে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। নতুন বন্ধু, পুরনো প্রতিপক্ষ আর মেন্টর মি. হান এবং ‘ড্যানিয়েল লা রুশো’-র সাহায্যে এক সাহসী, আবেগঘন ও পরিবর্তনের যাত্রা শুরু হয় তাঁর। ছবিটি ভারতে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ৩০ মে।

 


প্রসঙ্গত, অজয় দেবগনকে শেষ দেখা গিয়েছিল ‘রেইড ২’ ছবিতে, যেখানে রীতেশ দেশমুখ ও বাণী কাপুরও ছিলেন মুখ্য ভূমিকায়। মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে ছবিটি—মুক্তির ১২ দিনের মধ্যেই ভারতে পার করেছে ১২৫ কোটি টাকার গণ্ডি।

এবার দেখার পালা, অজয়–যুগ জুটির গলায় কতটা প্রাণ পায় ‘ক্যারেটে কিড: লেজেন্ডস’-এর মার্শাল আর্ট মহাকাব্য!