করণ জোহর মাঝেমধ্যেই সমাজমাধ্যমে বিভিন্ন রকম ভিডিও ভাগ করেন। যেখানে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি তুলে ধরেন ছেলেমেয়েদের কার্যকলাপের দৃশ্য। এক কথায় তিনি বেশ সক্রিয় সমাজমাধ্যমে।
সম্প্রতি করণের ভাগ করে নেওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে পরিচালক তাঁর ছেলে যশের দিকে ক্যামেরা ধরে রেখেছেন। যশ একটি টি-শার্ট পরে রয়েছে যাতে লেখা রয়েছে ‘নেপো বেবি।’ করণ যখন এই টি-শার্টটির কথা উল্লেখ করে ছেলেকে জিজ্ঞেসা করেন, তুমি কি তাহলে একজন তারকা সন্তান?
বাবার কথার উত্তরে মাথা নেড়ে যশ হ্যাঁ বললেও সঙ্গে সঙ্গে সে বলে, আমি তারকা সন্তান কিন্তু আমি লঞ্চ হতে চাই না। ছেলের মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান পরিচালক। করণকে বলতে শোনা যায়, "কী! তোমায় কে লঞ্চ করছে?' বাবার এই কথা শুনে ছুটে পালিয়ে যায় যশ।একজন তারকাসন্তান হলেও যশ নিজের দমে কিছু করে দেখাতে চায়, যা সত্যি প্রশংসনীয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Karan Johar (@karanjohar)
বলিউডে এতদিন স্বজনপোষণ নিয়ে কথা উঠলেই প্রথমে উঠে আসত করণ জোহরের কথা। আলিয়া ভাট থেকে শুরু করে খুশি কাপুর, ইব্রাহিম আলি খানকে তিনিই বিনোদন জগতে এনেছেন। তাই ইন্ডাস্ট্রিতে তাঁর নাম পর্যন্ত 'নেপোটিজম মাস্টার' হয়ে গিয়েছিল। তবে নিজের ছেলের ক্ষেত্রে যে করণের ভাবনাটা একটু অন্যরকম তা যেন স্পষ্ট হল এই ভিডিওতেই।
করণ জোহরের বাবা&মায়ের নামের সঙ্গে মিল রেখেই ছেলে মেয়ের নামকরণ করেছেন তিনি। বাবা যশ জোহরের নাম অনুসারেই ছেলের নাম রেখেছেন 'যশ'। আর মা হীরু জোহরের নামের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রেখেছেন 'রুহী'। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন করণ।
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, এখন যশ ও রুহির আট বছর বয়স এবং তাদের মনে প্রশ্ন উঠছে— “আমরা এলাম কোথা থেকে?” করণের জবাব, “এখনও পর্যন্ত আমি ওদের বলেছি, তোমরা এসেছ আমার হৃদয় থেকে। তবে খুব শিগগিরই এই প্রসঙ্গে ওদের সঙ্গে একটা খোলামেলা আলাপ করতে হবে।” পিতৃত্বের যাত্রা যে সহজ ছিল না, তা স্বীকার করে নিয়েছেন করণ। তবে, সেটাই তাঁর জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত বলে জানান তিনি—“আমার মা হিরু জোহরের সঙ্গে যশ আর রুহিকে বড় করা আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে সুন্দর।”
তাঁর কথায়, "যাঁরা ভাবছেন মা নেই বলে শিশুরা ‘মায়ের ভালবাসা’ থেকে বঞ্চিত, তাঁদের জন্য করণের বার্তা একেবারে স্পষ্ট—“আমার সন্তানদের কখনোই ভালবাসার ঘাটতি হয়নি। ওদের আশেপাশে আমার মা আছেন, আছে আমার ‘ফাউন্ড ফ্যামিলি’— পুতলু (কাজল আনন্দ), শ্বেতা (বচ্চন), গৌরী (খান), ফারাহ (খান), নেহা (ধুপিয়া)— এঁরা সবাই ওদের ভালবাসায় ভরিয়ে রেখেছেন।”
সিনেমার পর্দায় সম্পর্কের জটিলতা নিয়ে যিনি খেলেন নিপুণ হাতে, বাস্তব জীবনে তাঁর এই সোজাসাপটা, সাহসী স্বীকারোক্তি প্রমাণ করে দেন— কথা যেমন বলা উচিত, তেমনটাই বলাই করণ জোহর জানেন।
প্রসঙ্গত, ২০২৬ সালে আবার পরিচালনায় ফিরতে চলেছেন করণ জোহর। প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও গত ২ বছর তিনি কোনও ছবি পরিচালনা করেননি। তাই আগামী বছর নতুন ভাবে নতুন আঙ্গিকে ফিরতে চলেছেন তিনি। তবে এবার আর নতুন প্রজন্মের গল্প নয়, পরিচালক বলবেন পুরনো দিনের গল্প। রবিবার ইনস্টাগ্রামে করণ একটি পোস্ট করেছেন যেখানে তাঁকে সাদা শার্ট পরে সমুদ্রের মধ্যে সময় কাটাতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে তিনি যা লিখেছেন, সেটা দেখে বেশ বোঝাই যাচ্ছে আগামী বছর একটি নতুন রূপে ফিরতে চলেছেন তিনি।করণ লেখেন, ‘২০২৬ সাল হল সেই বছর, যখন আমি আবার সেটে ফিরব। আমি নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তি। যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন। কিন্তু আমি কেন পালাব? এটা আমার রক্তে মিশে রয়েছে। আমার কথাগুলি হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি।’