করণ জোহর মাঝেমধ্যেই সমাজমাধ্যমে বিভিন্ন রকম ভিডিও ভাগ করেন। যেখানে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি তুলে ধরেন ছেলেমেয়েদের কার্যকলাপের দৃশ্য। এক কথায় তিনি বেশ সক্রিয় সমাজমাধ্যমে।

 

 

সম্প্রতি করণের ভাগ করে নেওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে পরিচালক তাঁর ছেলে যশের দিকে ক্যামেরা ধরে রেখেছেন। যশ একটি টি-শার্ট পরে রয়েছে যাতে লেখা রয়েছে ‘নেপো বেবি।’ করণ যখন এই টি-শার্টটির কথা উল্লেখ করে ছেলেকে জিজ্ঞেসা করেন, তুমি কি তাহলে একজন তারকা সন্তান?

 


বাবার কথার উত্তরে মাথা নেড়ে যশ হ্যাঁ বললেও সঙ্গে সঙ্গে সে বলে, আমি তারকা সন্তান কিন্তু আমি লঞ্চ হতে চাই না। ছেলের মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান পরিচালক। করণকে বলতে শোনা যায়, "কী! তোমায় কে লঞ্চ করছে?' বাবার এই কথা শুনে ছুটে পালিয়ে যায় যশ।একজন তারকাসন্তান হলেও যশ নিজের দমে কিছু করে দেখাতে চায়, যা সত্যি প্রশংসনীয়।

 

আরও পড়ুন: পরিচালনায় ফিরছেন ফয়সল খান! দ্বন্দ্ব ভুলে নায়কের চরিত্রে থাকবেন কি আমির? কী জানালেন 'মিস্টার পারফেকশনিস্ট'-এর ভাই?

 

ওই ভিডিও ভাগ করে পরিচালক লেখেন, ‘ওর একটা নিজস্ব মন রয়েছে। আমি ভীষণ খুশি। ওদের আনন্দের ওপর আমার কোনও কথা থাকতে পারে না।’ 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Karan Johar (@karanjohar)