সংবাদ সংস্থা মুম্বই: ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর জন্য যখন ভক্তরা মুখিয়ে, ঠিক তখনই ছবির নতুন এক ‘ওয়েডিং পোস্টার’ পোস্ট করে সমাজমাধ্যম মাত করে দিলেন কপিল শর্মা। এবার তাঁকে দেখা গেল একদম খ্রিস্টান মতে বিয়ের সাজে! পোস্টারে দেখা যাচ্ছে, চার্চের মধ্যে একেবারে টক্সেডো পরে দাঁড়িয়ে আছেন তিনি, পাশে সাদা গাউনে এক রহস্যময়ী কনে। ক্যাপশনে কপিল লিখেছেন, “ইস্টারের শুভেচ্ছা জানাই সবাইকে!!! #KKPK2”—মানে স্পষ্ট, এবার বিয়ের গণ্ডগোল আরও বড়, আরও দমফাটা মজায় ঠাসা!

 

অনুকল্প গোস্বামী পরিচালিত এবং রতন জৈন, গনেশ জৈন ও আব্বাস-মস্তান প্রযোজিত এই ছবি এমন এক রঙচঙে রোম্যান্টিক গোলকধাঁধা যেখানে বিয়ে মানেই বিপত্তির আরেক নাম। একটার পর একটা নতুন বউ, আর কাপিলের চরিত্র একের পর এক জটিল বিয়ের জালে! প্রথম পর্বে যেভাবে দর্শককে হাসিয়েছিলেন কাপিল, এবার সেই কমেডির ডোজ যেন দ্বিগুণ! সামাজিক বিয়ে, হিন্দু রীতিতে ফেরা আর এখন খ্রিস্টান বউ—সবকিছুতেই একের পর এক গোলমাল!

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kapil Sharma (@kapilsharma)