সংবাদ সংস্থা মুম্বই: ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর জন্য যখন ভক্তরা মুখিয়ে, ঠিক তখনই ছবির নতুন এক ‘ওয়েডিং পোস্টার’ পোস্ট করে সমাজমাধ্যম মাত করে দিলেন কপিল শর্মা। এবার তাঁকে দেখা গেল একদম খ্রিস্টান মতে বিয়ের সাজে! পোস্টারে দেখা যাচ্ছে, চার্চের মধ্যে একেবারে টক্সেডো পরে দাঁড়িয়ে আছেন তিনি, পাশে সাদা গাউনে এক রহস্যময়ী কনে। ক্যাপশনে কপিল লিখেছেন, “ইস্টারের শুভেচ্ছা জানাই সবাইকে!!! #KKPK2”—মানে স্পষ্ট, এবার বিয়ের গণ্ডগোল আরও বড়, আরও দমফাটা মজায় ঠাসা!
অনুকল্প গোস্বামী পরিচালিত এবং রতন জৈন, গনেশ জৈন ও আব্বাস-মস্তান প্রযোজিত এই ছবি এমন এক রঙচঙে রোম্যান্টিক গোলকধাঁধা যেখানে বিয়ে মানেই বিপত্তির আরেক নাম। একটার পর একটা নতুন বউ, আর কাপিলের চরিত্র একের পর এক জটিল বিয়ের জালে! প্রথম পর্বে যেভাবে দর্শককে হাসিয়েছিলেন কাপিল, এবার সেই কমেডির ডোজ যেন দ্বিগুণ! সামাজিক বিয়ে, হিন্দু রীতিতে ফেরা আর এখন খ্রিস্টান বউ—সবকিছুতেই একের পর এক গোলমাল!
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Kapil Sharma (@kapilsharma)
ছবির সঙ্গে ফিরছেন মনজোৎ সিং-ও। এবং ছবির পোস্টারেই পরিষ্কার, ‘কিস কিসকো পেয়ার করूं ২’ হতে চলেছে এই বছরের অন্যতম সেরা মশলাদার কমেডি। এক ভক্ত তো কমেন্টেই লিখে ফেললেন, “কপিল স্যার মানেই গ্যারান্টিড লাফ, আবার ফিরছে আমাদের কমেডি কিং!” এক সাক্ষাৎকারে কপিল জানিয়েছেন, ‘জুইগাটো’ ছবির পর তিনি প্রচুর ছবির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সেসবের বেশিরভাগই ছিল সিরিয়াস ঘরানার ছবি। মজার ছলে বললেন, “ওই ছবির ট্রেলার মুক্তির পর ৯টা ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু প্রায় সব লেখক নিজের কাজ নিয়ে ততটাও সিরিয়াস ছিলেন না!”
আর হিন্দি ছবিতে বেশি না থাকার কারণ? কপিল একেবারে খোলাখুলি জানিয়েছেন, “কমফোর্ট জোনেই আমি ভাল কাজ করতে পারছি, ভাল আয়ও হচ্ছে। এখন যদি রোদে পুড়ে কাজ করতে হয়, তাহলে চিত্রনাট্যটা এমন হতে হবে, যেটা মন ছুঁয়ে যায়। শুধুই টাকার জন্য সিনেমা করব না। আমি যথেষ্ট উপার্জন করেছি। আমি খুব ধনী।”
তাহলে বোঝাই যাচ্ছে, এবারও বিয়ের মাঝেই গণ্ডগোল, আর গণ্ডগোলের মাঝেই কপিল-ছন্দের কমেডি। ছবি নির্মাতাদের মতে, ‘কিস কিসকো পেয়ার করু ২’ নিয়ে হাসির রোল উঠবে—এটা এখন স্রেফ অপেক্ষার ব্যাপার!