সংবাদ সংস্থা মুম্বই: অভিনয়ে দাগ কেটেছেন বরাবর। তৈরি করেছিলেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। আবার পরিচালকের আসনে বসে নানান প্রাসঙ্গিক বিষয়ে ভাঙাগড়ার মধ্যে দিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করেছেন ক্লিন্ট ইস্টউড। ৯০ পেরিয়েও নির্মাণ-বিনির্মাণের মধ্যে দিয়ে নিরন্তর ছবি করে যাচ্ছেন, অস্কার জিতছেন। হলিউডে তো বটেই বলিপাড়াতেও তাঁর ভক্তগণের সংখ্যা কম নয়। অভিনেতা-পরিচালক মাধবন তো প্রকাশ্যেই জানিয়েছেন, পরিচালনায় তাঁর ভাবনার ক্ষেত্রে অন্যতম অনুপ্রেরণা ক্লিন্ট ইস্টউড। যার এহেন হলিউড কিংবদন্তিকে এবার যোগী বলে বসলেন কঙ্গনা রানাওয়াত!

 

তাবড় তাবড় ছবি সমালোচকেরা বললেন, অবিশ্বাস্য জেদ আর ফোকাসের নাম ক্লিন্ট ইস্টউড!  ৯৫ বছর বয়সে এসেও নতুন ছবি পরিচালনার পরিকল্পনা করছেন তিনি। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা শেয়ার করলেন ভাইরাল পপের একটি পোস্ট, যেখানে বলা হয়েছিল—৯৫-এ পা দিয়েও নতুন সিনেমা পরিচালনার কাজ শুরু করেছেন ক্লিন্ট ইস্টউড। সেই পোস্ট শেয়ার করে কঙ্গনা লেখেন—

 

“বিনোদন জগতকে অনেকেই হালকা চলে নেওয়ার পাশাপাশি আর অহঙ্কারে ভরা বলে মনে করেন। সত্যি বলতে কিছুটা তো ঠিকই। তবে ক্লিন্ট ইস্টউডের মতো মানুষদের জন্যই এই ইন্ডাস্ট্রির প্রতি শ্রদ্ধা জাগে। ৯৫ বছরেও রোজ সকালে একটাই চিন্তা—‘ফ্রেমটা কোথায়?’ এটাই যোগ। ওঁর মতো মানুষই তো একজন যোগী। শুভ জন্মদিন, কিংবদন্তি।”

 


সম্প্রতি ক্লিন্ট জানিয়েছেন, তিনি এখন তাঁর পরবর্তী ছবির প্রি-প্রোডাকশনের মধ্যে রয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বয়স বাড়ার মানে এই নয় যে দক্ষতা কমবে। অনেক পরিচালকের ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু আমি সেরকম নই। আমার এখন অনেক বেশি অভিজ্ঞতা।”একই সঙ্গে তিনি বর্তমান হলিউড ট্রেন্ড—রিমেক, সিক্যুয়েল আর অ্যাডাপ্টেশনের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেন। তাঁর মতে, মৌলিক কাজের কোনও বিকল্প নেই।

 

উল্লেখ্য, গত শতাব্দীর ছয়ের দশকে সার্জিও লিওনের ‘ডলার্স ট্রিলজি’ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ক্লিন্ট ইস্টউড। এরপর ‘ডার্টি হ্যারি’ সিরিজে তাঁর আইকনিক চরিত্র—হারি ক্যালাহান, হয়ে ওঠে বলিষ্ঠতা ও বাউন্ডারিহীন ন্যায়বোধের প্রতীক।

 

এদিকে কঙ্গনা নিজেও প্রস্তুত হচ্ছেন নিজের হলিউড ডেবিউয়ের জন্য। তাঁর প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট—‘ব্লেসড বি দ্য ইভিল’, যেখানে তিনি অভিনয় করবেন টাইলার পোসি এবং স্কারলেট রোজ স্ট্যালোনের সঙ্গে। ছবির শুটিং শুরু হবে নিউ ইয়র্কে। পরিচালনায় রয়েছেন অনুরাগ রুদ্র।

 

একদিকে ৯৫ বছরের এক ‘যোগী’, অন্যদিকে এক বলিউড অভিনেত্রীর নতুন আন্তর্জাতিক অধ্যায়—দুই প্রজন্মের দুই শিল্পীর গল্প যেন একই ফ্রেমে বন্দি!