নিজস্ব সংবাদদাতা: গত বছর ভালবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় তাঁদের কোল আলো করে আসে প্রথম কন্যা সন্তান কৃষভি। আপাতত তাঁকে ঘিরেই দম্পতির সুখের সংসার।
চলতি বছর প্রেম দিবসে জমজমাট সেলিব্রেশনে মেতেছিলেন তারকা জুটি। প্রকাশ্যে শ্রীময়ীর ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন কাঞ্চন। করেছিলেন দ্বিতীয় ফুলশয্যার ব্যবস্থাও। সেই ছবিও সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। এবার বিয়ের বছর ঘুরতেই অজানা কথা ফাঁস করলেন শ্রীময়ী। কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম? জানিয়ে দিলেন কাঞ্চন-পত্নী
বিবাহবার্ষিকী উপলক্ষ্যে শ্রীময়ী সমাজমাধ্যমে লেখেন, 'দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, আমি তো এখনও বিশ্বাসই করতে পারছি না যে, সেই দিন ক্লাস নাইনে পড়ি। তখন তোমার সঙ্গে আলাপ হয়েছিল। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, গভীরতা,আর বিশ্বাস নিয়ে হাত ধরতে ধরতে কখন যে চার হাত এক হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি কিনা এক সময় বলতাম আমি বিয়ে করব না কোনওদিন। সেই মেয়ে এক সন্তানের মা হয়ে গেলাম। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তুমি ছিলে এবং আছো বলে আমার জীবনটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছো। তুমি ছিলে বলেই আমি কাঞ্চনের মতো মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সন্তানের বাবা হিসেবে পেয়েছি, অনেক শ্রদ্ধা ,সম্মান ও ভালবাসা কাঞ্চন তোমাকে। তোমাকে বিয়ে না করলে জানতেই পারতাম না বুঝতেও পারতাম না এত সুন্দর ভাবেও জীবন কাটানো যায়। তোমার ভালবাসায় আমি আজ পরিপূর্ণ।'
অন্যদিকে, কাঞ্চন লেখেন, 'একটা ছেলের অগোছালো জীবনকে গুছিয়ে নিয়ে, তার জীবনটাকে সঠিক করে, তাকে দিয়েও সংসার করানো যায়, তাকেও সংসারি বানানো যায়। এটা তোমার জন্য সম্ভব শ্রীময়ী, তুমি আমার জীবনে না এলে আমি জানতাম না যে এভাবে পরিবারকে নিয়ে বাঁচা যায়। এইভাবেও নিজের একটা জগৎ তৈরি করা যায়। আমি শুধু একটা বছরের জন্য নয়, আমি সারা জীবনের জন্য তোমাকে বলতে চাই শুভ বিবাহ বার্ষিকী।'
