বলিউডের ‘ধুরন্ধর’ রণবীর সিং বরাবরই নতুন কিছু করতে ভালবাসেন। এবার তিনি পা রাখতে চলেছেন এক রোমহর্ষক জম্বি থ্রিলারের দুনিয়ায়। জয় মেহতার পরিচালনায় এই বিগ বাজেট ছবির নাম রাখা হয়েছে ‘প্রলয়’। আর এই ছবিতেই রণবীরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ কল্যানী প্রিয়দর্শনকে।

 


বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, রণবীর সিং-এর এই নতুন প্রজেক্টে কোনও নতুন মুখ খুঁজছেন নির্মাতারা। আবার উঠে এসেছিল অভিনেত্রী আলিয়া ভাটের নামও। খবর ছিল, 'রকি অউর রানি কী প্রেম কাহানি'র পর আবারও নাকি জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। তবে নতুন মুখ নয়, মালয়ালম ও তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী কল্যানী প্রিয়দর্শনকেই এই ভূমিকার জন্য চূড়ান্ত করা হয়েছে। এই ছবির মাধ্যমেই তাঁর বলিউড ডেবিউ হতে চলেছে।

 


পরিচালক জয় মেহতা, যিনি ‘স্ক্যাম ১৯৯২’-এর মতো সিরিজের সহ-পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন, তিনি এই ছবির মাধ্যমে দর্শকদের এক অনন্য সিনেমাটিক অভিজ্ঞতা উপহার দিতে চলেছেন। ‘প্রলয়’ মূলত একটি জম্বি অ্যাপোক্যালিপস থ্রিলার, যা ভারতীয় প্রেক্ষাপটে তৈরি হবে। রণবীর ও কল্যানীর এই নতুন জুটি পর্দায় কতটা ম্যাজিক তৈরি করে, এখন সেটাই দেখার বিষয়।

 

সূত্রের খবর, ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রণবীর সিং বর্তমানে তাঁর অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকলেও খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে। কল্যানী প্রিয়দর্শন, দক্ষিণী পরিচালক প্রিয়দর্শনের মেয়ে। তাঁর অভিনয় এর আগে 'হৃদয়ম', 'লোকা: চ্যাপ্টার ১'-এর মতো ছবিতে প্রশংসিত হয়েছে।

 


এবার বলিউডের এই হাই-ভোল্টেজ জম্বি থ্রিলারে তিনি কীভাবে নিজেকে মেলে ধরেন, তা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। প্রসঙ্গত, এই ছবির জন্যই 'ডন ৩' ছেড়েছেন রণবীর। কারণ, 'ধুরন্ধর'-এর সাফল্যের পর এই ছবিতে আবারও স্পাই হতে নারাজ তিনি। তাই একটু অন্য ঘরানার ছবি খুঁজছিলেন রণবীর। 'প্রলয়'কেই তাই আগামী ছবি হিসেবে বেছে নিয়েছেন তিনি।