বিয়ে মানেই জীবনের এক অনন্ত অঙ্গীকার-এই চিরাচরিত ধারণাকে এক ঝটকায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। টুইঙ্কল খন্না ও কাজল সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সাম্প্রতিক এপিসোডে অতিথি হিসেবে হাজির ছিলেন ভিকি কৌশল ও কৃতি স্যানন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু এক মজার খেলা থেকেই শুরু হলো এক গম্ভীর বিতর্ক।
‘দিস অর দ্যাট’ নামের সেই গেম সেগমেন্টে টুইঙ্কল খন্না প্রশ্ন করেন, “বিয়েতে যদি একটা এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার তারিখ আর রিনিউয়াল অর্থাৎ নবীকরণ করার অপশন থাকত, তাহলে কেমন হত?” ভিকি, কৃতি ও টুইঙ্কল যেখানে এই প্রশ্নে না-সূচক জবাব দেন, সেখানে কাজল একমাত্র ব্যক্তি যিনি দ্বিধাহীনভাবে “হ্যাঁ” বলেন।
তার ব্যাখ্যাও ছিল ঝাঁঝালো: “কে বলতে পারে তুমি ঠিক সময়ে ঠিক মানুষকেই বিয়ে করছো? তাই রিনিউয়াল অপশন থাকলে মানুষ ভুলটা ঠিক করতে পারত। আর এক্সপায়ারি ডেট থাকলে কেউ দীর্ঘদিন কষ্ট ভোগ করত না।”
কাজলের এই বক্তব্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তাঁর বাস্তববাদী ও সাহসী মন্তব্যের প্রশংসা করেছেন, আবার অনেকে বলছেন “এভাবে বিয়েকে কনট্র্যাক্ট বানানো যায় না!” একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “কাজল যা বললেন, তা আজকের প্রজন্মের বাস্তব চিন্তা!” আবার অন্য একজন লিখেছেন, “এভাবে বিয়ের পবিত্রতাকে খাটো করা উচিত নয়।”
এর পরের প্রশ্ন ছিল, “টাকা সুখ কিনতে পারে।” এবারে টুইঙ্কল ও ভিকি একমত হলেও, কাজল স্পষ্টভাবে বলেন, “আমি বিশ্বাস করি না, টাকা সুখ কিনে দিতে পারে। বরং অনেক সময় বেশি টাকা মানসিক শান্তির পথে বাধা হয়।” কৃতি স্যাননও পরে কাজলের সঙ্গেই একমত হন।
উল্লেখযোগ্যভাবে, এটি প্রথম নয় যে টুইঙ্কল ও কাজলের টক শো বিতর্কে জড়াল। এর আগের এক পর্বে করণ জোহর ও জাহ্নবী কাপুর উপস্থিত ছিলেন, যেখানে প্রশ্ন উঠেছিল শারীরিক না মানসিক-কোন ধরনের ঠকানোটা সম্পর্কের ক্ষেত্রে বেশি সমস্যার? জাহ্নবী ছাড়া বাকিরা তিনজনই বলেছিলেন মানসিক ঠকানো। টুইঙ্কলের হালকা মন্তব্যেই হাসির রোল উঠেছিল, “রাত গয়ি, বাত গয়ি!”
তবে এই বিতর্কই প্রমাণ করছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ শুধু তারকাদের হাসি-ঠাট্টার শো নয়, বরং সম্পর্ক, বাস্তবতা আর আধুনিক চিন্তাধারার খোলামেলা এক মঞ্চ।
