সংবাদ সংস্থা মুম্বই: অজয় দেবগণ প্রযোজিত এবং কাজল অভিনীত আসন্ন ছবি ‘মা’ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ভৌতিক আর পৌরাণিক গল্পের সংমিশ্রণ এই ছবিকে এক অন্যরকম মাত্রা দিচ্ছে। ট্রেলারে চোখ রাখলেই বোঝা যায়, ‘শয়তান’-এর জগতের ছায়া রয়েছে গল্পে, আর সেখান থেকেই তৈরি হয়েছে গুঞ্জন—এই ছবিতে কি তবে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে অজয় দেবগণ কিংবা আর. মাধবন-কে?
তবে এই সব জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং কাজল। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বললেন, “না না, একদমই না। যদি আপনারা আমাকে মা -এর শুটিংয়ের আগে এই পরামর্শ দিতেন, তাহলে হয়তো ওদের দিয়ে অতিথি শিল্পীর কাজ করিয়েও ফেলতাম। তবে এখন তো দেরি হয়ে গেছে। ছবি মুক্তির এত কাছে এসে এত বড় পরিবর্তন সম্ভব না।” তবে তাঁর কথার মধ্যে একটা আশার আলোও রেখেছেন—“যদি ‘মা’ ছবিটা দর্শকের ভাল লাগে, তাহলে নিশ্চয়ই ‘মা ২’ বানানো হবে, তখন দেখা যাবে!”
ছবিটি পরিচালনা করছেন বিশাল ফুরিয়া, চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াড্রাস। প্রযোজনায় অজয় দেবগণ, জ্যোতি দেশপাণ্ডে এবং কুমার মাঙ্গত পাঠক। মিউজিকের দায়িত্বে রয়েছেন হর্ষ উপাধ্যায়, রকি খন্না ও শিব মালহোত্রা। কাজলের পাশাপাশি ছবিতে রয়েছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, যতীনগুলাটি, সূর্যশিখা দাস, রূপকথা চক্রবর্তী এবং খেরিন শর্মা।
'মা' মুক্তি পাচ্ছে ২৭ জুন, চারটি ভাষায়—হিন্দি, বাংলা, তেলুগু ও তামিলে।
