অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে ছন্দে ফিরল 'চিরদিনই তুমি যে আমার'। বিগত প্রায় সপ্তাহ দুয়েক ধরে জটিলতা তৈরি হয়েছিল এই ধারাবাহিক নিয়ে। কখনও মিটিং ছেড়ে জিতু কামাল বেরিয়ে গিয়েছেন, কখনও অপর্ণার চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায় জানিয়েছেন তিনি আর এই ধারাবাহিক করতে চান না। তারপর থেকেই নতুন মুখের খোঁজ শুরু হয়। কিছুদিন আগেই জানা গিয়েছে, দিতিপ্রিয়ার জায়গায় নতুন অপর্ণা হয়ে এন্ট্রি নিচ্ছেন মঞ্চ অভিনেত্রী শিরিন পাল।
অবশেষে গল্পে নতুন অপর্ণার দেখা মিলল। ফলে বলাই যায় ছন্দে ফিরতে চলেছেন আর্য অপর্ণার গল্প। চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের প্রোমো সামনে আনা হয়েছে।সেখানেই দেখা যাচ্ছে আর্য, অপর্ণা আবারও মুখোমুখি হয়েছে। মন্দিরে পছন্দের মানুষের সঙ্গে পুনর্মিলন ঘটে। অপর্ণাকে দেখে তাকে জড়িয়ে ধরে আর্য। এই ছবিগুলো পোস্ট করে লেখা হয়, 'দেখা হল আর্য অপর্ণার।'
নতুন অপর্ণার সঙ্গে প্রথমেই অন্তরঙ্গ দৃশ্যে বেশ সাবলীল জিতু। এমনকী শিরিনকেও ছন্দে দেখা গেল। তবে নতুন নায়িকাকে নিয়ে বেশ চর্চা চলছে সমাজমাধ্যমে। এবার নতুন নায়িকার ঢাল হয়ে দাঁড়ালেন জিতু। সমাজমাধ্যমে নতুন প্রোমো ভাগ করে অভিনেতা লেখেন, 'নিজেরা দেখবেন তারপর বিচার করবেন, দয়া করে অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। ভালো না লাগলে,ভালো লাগছে না বলবেন। কোনও অসুবিধা তো নেই। আপনাদের সিদ্ধান্ত শিরোধার্য, আপনারাই তো আমার ভগবান। আমার ভয় কিসের! তিন দিন কাজ করলাম,
দুর্দান্ত অভিনেত্রী।'
জিতু আরও লেখেন, 'সত্যি বলছি। ডিরেক্টরকে খুব একটা বেশি খাটতে হবে না। খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে কাজ। খুব তাড়াতাড়ি বুঝতে পারে। আর বিবেক-শিক্ষিতা তো,তাই জন্য ওর মধ্যে একটা বিবেক কাজ করে, যে কতটুকু আমি শুনবো আর কতটুকু শুনবো না। খুব সুন্দর হবে আমাদের কাজ এই আশা রাখি। এটাও জানি,আপনারা পাশে ছিলেন এবং পাশে থাকবেন।নতুন শুরু করেছে তাকে উৎসাহিত করবেন। নীচে টেনে নামানোর চেষ্টায় ওর মন ভেঙে দেবেন না।কিছু কিছু মানুষ তবুও করবেন তাদেরকে আর কী বলব বলুন। তারা তাদের কাজ করে যাবেন,
আমরা আমাদের কাজটুকু করি। জয় মহাকাল।'
অন্যদিকে, নতুন কাজ শুরুর আগে সমাজমাধ্যমে শিরিন পাল লেখেন, 'মা বলেন, "পথ দুটো। জনপ্রিয় আর প্রিয়জন। তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে..." আমি জানি দুটোর একটা পথও মসৃণ নয়। তবু, তবুও নতুন করে এক নতুনের পথে হাঁটা শুরু করছি। জানি অনেকের হাত থাকবে মাথার উপর আশীর্বাদ করার জন্য তবুও বলি, পাশে থাকবেন।'
