বিতর্ক যেন নিত্যসঙ্গী। তিনি চান বা না-চান, শিরোনামে তাঁর আনাগোনা অনিবার্য। বড় পর্দা থেকে ধারাবাহিক— অভিনয় গুণে মুগ্ধতা ছড়াচ্ছেন জিতু কমল। নিজেকে তারকা ভাবতে চান না কখনওই। দর্শকের ভালবাসা তাঁর এগিয়ে যাওয়ার রসদ। সম্প্রতি আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন পর্দার ‘আর্য সিংহ রায়’।
নেটমাধ্যমে চোখ রাখলেই দেখা যাবে, জিতুর নামের পাশে জুড়ে গিয়েছে নতুন তকমা। ‘দ্য অডিয়েন্স স্টার’। অর্থাৎ দর্শকের তারকা। এহেন ভালবাসা পেয়ে আপ্লুত অভিনেতা। ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘কিছু দিন যাবৎ আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়াতে এবং সাক্ষাতেও বহু সংখ্যক মানুষ আমাকে ‘দ্য অডিয়েন্স স্টার’ বলে সম্বোধন করছেন। এর মানে কী জানা না থাকলেও, ভালই লাগছে। ভণিতা করে তো লাভ নেই, সত্যিই ভাল লাগছে। কারণ, এই ‘দ্য অডিয়েন্স স্টার’ নাম কেনা অথবা আমার পিআরদের দেওয়া নয়। দর্শকদের দেওয়া,তাঁরা যদি আমায় তিন-চার অক্ষরের গালিও দেন, সেটাও আমি মাথায় করে রাখব। তাঁদের ছাড়া আমার কোনও অস্তিত্বই নেই, ছিলও না। থাকবেও না।’
দীর্ঘ কেরিয়ারে নানা ধরনের কাজ করেছেন জিতু। পর্দায় সত্যজিত হয়ে ওঠা থেকে ছোট পর্দার রাশভারী প্রেমিক নায়ক—দ্বিধা নেই নানা রকম চরিত্রে নিজেকে মেলে ধরতে। সেই পথ ধরে হেঁটে মিলেছে কাঙ্ক্ষিত সাফল্য। চলতি বছরে মুক্তি পাওয়া ‘গৃহপ্রবেশ’ ছবিতে ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। একই ভাবে, অভিনেতা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ও দর্শকমহলে জনপ্রিয়।
জিতু যদিও মনে করছেন, তাঁর এই সাফল্য এখন অনেকেরই ঈর্ষার কারণ। তাই নানা ভাবে অভিনেতার নাম কালিমালিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তিনি লেখেন, ‘জানি, গাত্রদাহে কিছু ‘মহামানব’ আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছেন।বুনুন।
আমি এবং আমারা তৈরি। ময়দান ছাড়ছি না বন্ধু।’
চলতি মাসেই সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন জিতু। ৪ আগস্ট একটি পোস্ট দিয়ে কোনও রকম নাম না করেই ২২-এর নায়িকা জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। পাল্টা দিয়েছেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে আত্মপক্ষ সমর্থনে নামেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য। তারপরেই টেলিপাড়া থেকে দর্শকমহল দু’ভাগে বিভক্ত। তবে জিতু জানিয়েছিলেন, দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণে ছেদ পড়লেও শুটিং ফ্লোরে পেশাদারিত্ব বজায় রাখতে চান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক।
তারপরেই ঘটে মনোমালিন্যের অবসান। শুক্রবার একটি ফেসবুক পোস্ট করে দিতিপ্রিয়া লেখেন, "প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।"
জিতুর আশঙ্কা ছিল, নিজের বুদ্ধিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেননি দিতিপ্রিয়া। বরং কারও উস্কানিতেই তাঁকে ভুল কারণে কাঠগড়ায় তুলেছেন। সেই বিবাদ এখন অতীত। ভুল বোঝাবুঝি মিটিয়ে ধারাবাহিকে মন দিয়েছেন নায়ক-নায়িকা।
