ফের বিস্ফোরক জিতু কামাল। কোনও নাম না করেই দর্শকদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা। লিখলেন, ‘জি বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত। আমার কেরিয়ার উত্থানের জন্য জি বাংলার অবদান অনেকটাই। আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন সেটার জন্যে জি টিভিকে দোষারোপ করবেন না। গভীরে অনেক কারণ রয়েছে, সেগুলো আমি হয়তো বলতে চাইব না। কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই। কাজটাই আমার কাছে হিরো, বাকি সব হেরো।’

জিতুর অভিযোগের তির কার দিকে, অভিনেতার এই পোস্ট দেখার পরেই সেই প্রশ্নে মুখর চারদিক। তিনি যদিও কোনও নাম করেননি। তবে অনেকেই মনে করছেন পরোক্ষ ভাবে সহকর্মী দিতিপ্রিয়া রায়কেই বিঁধেছেন তিনি। পুজোর আবহে মুক্তি পেয়েছে জি-এর নতুন প্রোমো। উৎসবের লুকে দেখা গিয়েছে দর্শকদের প্রিয় জুটিদের। রয়েছে নতুন ধারাবাহিকের জুটিরাও। তবে সেখানে একমাত্র দেখা গেল না অন্যতম জনপ্রিয় জুটি আর্য-অপর্ণাকে। জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া থাকলেও প্রোমোতে নেই আর্য অর্থাৎ অভিনেতা জিতু কমল।

'জগদ্ধাত্রী', 'তুই আমার হিরো', 'ফুলকি', 'কনে দেখা আলো', 'জোয়ার ভাটা', 'পরিণীতা' সহ সব ধারাবাহিকের জুটিদের মিষ্টি মুহূর্তের ঝলক সামনে এসেছে। তবে 'চিরদিনই তুমি যে আমার' থেকে দেখা গিয়েছে একা দিতিপ্রিয়াকেই।  এরপরেই ক্ষোভে ফেটে পড়েন জিতুর অনুরাগীরা। অনেকেই লিখেছেন, ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে জিতুকে, অত্যন্ত অন্যায় করা হয়েছে অভিনেতার সঙ্গে। এই বিষয়ে আজকাল ডট ইন এর তরফ থেকে জিতু কমলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না।'  

তবে কি চ্যানেলের প্রোমো থেকে বাদ পড়া নিয়েই ক্ষোভ প্রকাশ করছেন জিতু? আকারে-ইঙ্গিতে আঙুল তুনছেন তাঁর নায়িকার দিকে? দর্শকদের অনেকেরই ধারণা, দিতিপ্রিয়ার সঙ্গে ঝামেলার কারণেই নাকি বাদ পড়তে হয়েছে জিতুকে। তাঁর এই পোস্ট যেন সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি।

কয়েকদিন আগে দিতিপ্রিয়া এবং জিতুকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ৪ আগস্ট একটি পোস্ট দিয়ে কোনও রকম নাম না করেই ২৩-এর নায়িকা জানান, তাঁকে নানা সময় নানা আপত্তিজনক মেসেজ পাঠিয়েছেন নায়ক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রকাশ্যেই। পাল্টা দিয়েছেন জিতুও। দিতিপ্রিয়ার সঙ্গে যাবতীয় কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে আত্মপক্ষ সমর্থনে নামেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য। তারপরেই টেলিপাড়া থেকে দর্শকমহল দু’ভাগে বিভক্ত। তবে জিতু জানিয়েছিলেন, দিতিপ্রিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সমীকরণে ছেদ পড়লেও শুটিং ফ্লোরে পেশাদারিত্ব বজায় রাখতে চান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক। তারপর ধারাবাহিকের প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়।

আপাতত ধারাবাহিকে আর্য-অপর্ণার টালমাটাল প্রেমে বুঁদ দর্শক। একদিকে হিন্দোলের সঙ্গে অপর্ণার তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি, অন্যদিকে আর্যর সঙ্গে তার টানাপোড়েন। জিতু-দিতিপ্রিয়ার সমীকরণের ছাপ পড়েছে টিআরপি-তেও। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিকটি। কিন্তু তার মাঝেই জিতুর এই ইঙ্গিতমূলক পোস্ট কৌতুহলের পারদ চড়াল।