নিজস্ব সংবাদদাতা: তারিখ এক ২৪ জুন, এই একটি দিন হঠাৎ করে বিশেষ হয়ে উঠল টলিউডের দুই সুপারস্টার দেব ও জিৎ-এর কাছে। ফেলে আসা এই দিনে ঠিক কী হয়েছিল দেব ও জিৎ-এর জীবনে? 

 


আট বছর আগে এই দিনেই অভিনেতার পাশাপাশি প্রযোজকের ভূমিকা সামলাতে শুরু করেন দেব। দেখতে দেখতে আট বছরে পা দিল দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস'। আবার এই একই দিনে মুক্তি পেল দেব-শুভশ্রী অভিনিত 'ধূমকেতু' ছবির টিজার। ৯ বছর পর আবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সবমিলিয়ে এই দিনটা দেবের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। 

 

 

এদিন প্রযোজনা সংস্থার প্রত্যেকের সঙ্গে কেক কেটে উদযাপন করেন দেব। অন্যদিকে, সুপারস্টার জিৎ-এর কাছেও এই দিনটা বিশেষ। কারণ ৮ বছর হয়ে গেল 'বস ২'-এর মুক্তির। সমাজমাধ্যমে ছবির পোস্টার দিয়ে এই কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা। অদ্ভুতভাবে এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন জিৎ, শুধু তাই নয় ছবির গল্পও ছিল তাঁর। বলা বাহুল্য  সেই বছর ভারত ও বাংলাদেশ দু'জায়গাতেই দারুন ব্যবসা করে এই ছবি। সেই কারণে আজও এই দিন বিশেষ জিতের কাছে। 

 

এই দুই সুপারস্টারই টলিউডের জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি সফল প্রযোজকও বটে। দেব তবু অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও জিৎ কয়েক বছর ধরে নিজের সংস্থাতেই কাজ করে চলেছেন। তবে দর্শক এখন অপেক্ষাতে রয়েছেন, কবে আবার এই 'দুই পৃথিবী' এক হবেন আর টলিউডে আবার নতুন ঝড় উঠবে।