সংবাদ সংস্থা মুম্বই: জয়া বচ্চনের আগুনে মেজাজের কথা সর্বজনবিদিত। পান থেকে চুন খসলেই অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। প্রায়শই ছবিশিকারিদের উপর মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। কড়া কথা শোনাতেও পিছপা হন না তিনি। কিন্তু এবার তিনি যা করলেন, তা রীতিমতো অবাক করে দিলে সকলকে। অক্ষয় কুমারের একটি বক্স-অফিস সফল ছবির  নাম উল্লেখ করেই নিজের সমস্ত ক্ষোভ উগরে দিলেন তিনি।

 

২০১৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় অভিনীত ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। সেই ছবির নাম উল্লেখ করে নিয়ে জয়া বচ্চনের কটাক্ষ – “এই নামে কেউ সিনেমা দেখে?” জয়া বচ্চন স্পষ্ট জানিয়ে দিলেন যে, ‘টয়লেট: এক প্রেম কথা’ দেখতে তার কোনো আগ্রহ নেই। তিনি বলেন, "শুধু ছবির নামটাই দেখুন! আমি কখনও এমন নামের ছবি দেখতে যাব না। এটা কোনো নাম হল?" এরপর দর্শকদের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করেন, এমন শিরোনামের ছবি দেখতে তারা আগ্রহী কি না। হাতে গোনা কয়েকজন সম্মতি জানালে জয়া বচ্চন মন্তব্য করেন, “এত মানুষের মধ্যে মাত্র চারজন দেখতে চায়! এটা তো স্পষ্ট ফ্লপ!”

 

 

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’, সিনেমাটি ছিল সচেতনতামূলক একটি সিনেমা। গ্রামের মহিলাদের শৌচালয় তৈরি করার বিষয়কে ঘিরে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল। অক্ষয়ের ‘টয়লেট’ নিয়ে জয়া বচ্চনের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও অক্ষয় কুমার এখনও এই বিষয় নিয়ে কোনও কথা বলেননি।


প্রসঙ্গত, কেশব এবং জয়ার জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এই ‘টয়লেট এক প্রেম কথা’ । কেশব ওরফে অক্ষয় যখন জয়া ওরফে ভূমির প্রেমে পড়ে যায় এবং বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন বাড়িতে শৌচালয় নেই বলে আপত্তি জানায় জয়া। জয়ার কথার মান রেখে বাড়িতে শৌচালয় তৈরি করার জন্য চিন্তাভাবনা করে কেশব। পরিবার এবং গোটা গ্রামের বিরুদ্ধে গিয়ে কীভাবে বাড়ির মধ্যে শৌচালয় তৈরি করবে কেশব, সেটাই দেখানো হয়েছিল এই সিনেমায়।