সংবাদ সংস্থা মুম্বই: পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে নিষেধাজ্ঞা কতটা যুক্তিসঙ্গত — এই বিতর্কের মাঝেই তীব্র প্রতিক্রিয়া দিলেন বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। সম্প্রতি ফাওয়াদ খানের আসন্ন ছবি আবির গুলাল নিষিদ্ধ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর সেই প্রেক্ষিতেই এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটালেন আখতার।
জাভেদ আখতারের কথায়, “প্রশ্নটা সোজা—আমরা কি পাকিস্তানি শিল্পীদের এখানে সুযোগ দেব? এর দুটো উত্তর আছে, আর দুটোই যুক্তিযুক্ত। টস করে বেছে নিতে পারেন...নুসরত ফতেহ আলি খান থেকে গুলাম আলি, মেহদী হাসান—ভারত ওদের ফুল দিয়ে বরণ করেছে। ফয়েজ আহমেদ ফয়েজ এসেছিলেন, বাজপেয়ীর সরকার তাঁকে রীতিমতো রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়েছিল।”
এই মন্তব্যের পরেই পাকিস্তানের উদ্দেশ্যে কষে চপেটাঘাত জাভেদের – “আমরা যেভাবে ওদের শিল্পীদের সম্মান দিয়েছি, ওরা আমাদের কাউকে তেমন মর্যাদা দিয়েছে? লতা মঙ্গেশকর—যিনি ছিলেন ছয় ও সাতের দশকে ভারত ও পাকিস্তান মিলিয়ে সবচেয়ে জনপ্রিয় কণ্ঠস্বর—তাঁকে কি একবারও আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান? একবারও নয়! তাঁর একটা শো পর্যন্ত হয়নি ওখানে!”
বর্ষীয়ান শিল্পী স্পষ্ট করে দেন, এই দায় জনগণের নয়। “পাকিস্তানের সাধারণ মানুষ লতাকে ভালবাসতেন, তাই তো এত জনপ্রিয়তা। পাকিস্তানি কবি, গীতিকাররা লতা মঙ্গেশকরের জন্য গানও লিখে দিয়েছেন। কিন্তু বাধা ছিল প্রশাসনিক, ছিল সিস্টেমে—যেটা আজও আমার মাথায় ঢোকে না। সুতরাং এটা একপাক্ষিক সম্পর্ক—একদিক দিয়ে ভালবাসা দেওয়া আর অন্যদিক থেকে নীরবতা।”
