বলিউড কিংবা হলিউডে একের পর এক তারকা-সন্তান পা রেখেছে।  তাঁদের মধ্যে অধিকাংশই ব্যর্থও হয়েছে। কিন্তু এবার এসেছে এক নতুন, চার-পায়ে চলা, লোমশ মিষ্টি তারকা। নাম - ইন্ডি, যে হরর-থ্রিলার 'গুড বয়'-এর প্রধান চরিত্র। আর 'ইন্ডি' শুধু সিনেমার দর্শক মাতাচ্ছে না, শুরুর আগেই জোরালভাবে অস্কারের জন্য এক বিশেষ দাবিও শুরু করেছে!

ইন্ডির খোলা চিঠি আইএফসি (IFC) স্টুডিওর মাধ্যমে একেবারে ভ্যারাইটি-তে প্রকাশিত হয়েছে। চিঠি লেখা হয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স-কে, যেখানে ইন্ডি তার দাবি জানিয়েছে - “আমাদের মতো প্রাণী অভিনেতাদেরও এবার হালিউডের সঠিক স্বীকৃতি দেওয়া উচিত।”

চিঠিতে ইন্ডি লিখেছে, “আমার সাম্প্রতিক ছবি ‘গুড বয়’-এর সমালোচক প্রশংসিত ভূমিকার পরও আমাকে ‘সেরা অভিনেতা’র বিভাগে বিবেচনা করা হল না। মনে হয় আমি আপনাদের কাছে যথেষ্ট ভাল ছেলে নই।” ইন্ডি আরও উল্লেখ করেছে, মানব হৃদয় ছুঁয়ে যাওয়া অসংখ্য প্রাণী অভিনয়ের উদাহরণ—ফ্রম হোয়াইট ফ্যাং-এর জেড দ্য উলফ-ডগ, ফ্রি উইলি-এর হোয়েল, এবং বেব-এর সেই চটপটে শূকর, যারা কখনও অস্কারের সোনালী মূর্তি পায়নি।

চিঠির শেষে ইন্ডি মজা করে অ্যাকাডেমি-কে লিখেছে,  আমাদের অবদানকে উপেক্ষা করা বন্ধ করুন, আর আমার মতো অসংখ্য দুর্দান্ত প্রাণী অভিনেতার কাজকে স্বীকৃতি দিন।”

 

 

 

নেটপাড়াও ইতিমধ্যেই ইন্ডির এই হাস্যরসাত্মক এবং হৃদয়গ্রাহী 'অস্কার লবিং'-এর জন্য আগ্রহ দেখে দারুণ আনন্দ পেয়েছে। এক্স-এ (সাবেক টুইটার) এক ভক্ত লিখেছেন, 

“আরে ভাই, ওকে ওর প্রাপ্য অস্কারটা দিয়েই দাও এবার!" 
অন্য একজন বলেছে, “ও অস্কারের গুরুত্ব জানে, তাই চুপটি করে গুছিয়ে বসে পড়েছে।”
কেউ বা মন্তব্য করেছেন: “এরকম একজন ভাল ছেলে অস্কার যদি না পায়, তাহলে ভীষণ খারাপ লাগবে। ”

সবচেয়ে উপযুক্ত ফ্যান ট্রিবিউট হয়তো হল এই মন্তব্যই - “একমাত্র অভিনেতা যার জন্য দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত, পাশাপাশি তার পেটেও একটু ভালবেসে আদর করে দেওয়া উচিত।”

অস্কারের নিয়মে কোনও পরিবর্তন আসবে কি না, তা এখনও অজানা। কিন্তু একসময় যে পুরস্কার মরশুম অতিরিক্ত সিরিয়াস হয়ে যায়, সেখানে ইন্ডির এই খোলা চিঠি সবাইকে হাসি এনে দিয়েছে। আর নিশ্চয়ই, এই ‘ বিশেষ’ লবিং ইন্ডিকে শুধুমাত্র দর্শকের হৃদয়ই নয়, কিছুটা অস্কারের মনও ছুঁয়ে দিতে পারবে!