সংবাদসংস্থা মুম্বই: শাহিদ কাপুর ও করিনা কাপুর অভিনীত ছবি 'জব উই মেট' ঘিরে আজও আলোচনা হয়। ছবিতে শাহিদ-করিনার জুটিকে দেখে নতুন করে প্রেমে পড়েছিলেন অনুরাগীরা। তাই বাস্তব জীবনে তাঁদের বিচ্ছেদের খবরে ভেঙে পড়েছিলেন দর্শক।

 

'যব উই মেট'-এর পরিচালনার দায়িত্ব ছিল ইমতিয়াজ আলির উপর। এই ছবির জন্য নাকি আইনি জটে পড়েছিলেন তিনি। জেল ও খাটতে হতে পারত পরিচালককে! সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইমতিয়াজ। রতলাম শহরে ছবির একটি দৃশ্যের শুটিং হয়। কিন্তু সেখানকার স্থানীয়রা মোটেই পছন্দ করেননি ছবিতে এই অঞ্চলকে পতিতালয় হিসাবে দেখানোটা। এমনকী ইমতিয়াজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন স্থানীয়রা।

 


এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইমতিয়াজ বলেন, "রতলামে এমন দৃশ্য শুটিংয়ের কারণে প্রথমবার আমার বিরুদ্ধে আদালতের শমন জারি করা হয়। তারপর জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চার্জশিটে বলা হয়েছিল, সুস্বাদু খাবারের জন্য পরিচিত এই শহরটি ছবিতে পতিতালয় হিসাবে দেখানোয় সেটার বদনাম হয়েছে। অভিযোগ অনুসারে, ছবিটি শহরের খ্যাতি ক্ষুণ্ন করেছিল।"

 


এই পরিস্থিতি এমন জটিল করে তুলেছিল যে ইমতিয়াজ তাঁর পরবর্তী প্রকল্প 'লাভ আজ কাল'-এর শুটিং শুরু করার পরেও এই ঝামেলা মেটেনি।‌ তাই নাকি বেশ কিছুদিন বন্ধও ছিল সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি 'লাভ আজ কাল'-এর শুটিং।