সংবাদসংস্থা মুম্বই: কাশ্মীরের পহলগাওঁয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জেরে শোকস্তব্ধ গোটা দেশ। সেই রেশ পড়েছে পাক তারকাদের উপরেও। পাকিস্তানি তারকাদের ভারতে আসা যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মাঝেই দক্ষিণী তারকা প্রভাস নাকি প্রাক্তন পাক সেনা আধিকারিকের মেয়ে ইমান ইসমাইল ওরফে ইমানভির সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সমাজমাধ্যমে নিমেষে ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই সেই তরুণী নাকি ভারত ছাড়ার হুমকি পাচ্ছেন।
প্রভাসের আগামী ছবি 'ফৌজি'র নায়িকা সে। ছবির প্রচারেই এই ছবি তা স্পষ্ট হলেও নেটিজেনদের ক্ষোভের হাত থেকে মুক্তি পাননি ইমানভি। কানাঘুষো এও শোনা যাচ্ছে যে, সংশ্লিষ্ট ঘটনার জেরে নাকি 'ফৌজি' থেকে বাদ পড়তে পারেন তিনি। এই খবরে তোলপাড় সমাজমাধ্যম। এবার রটনাকে কেন্দ্র করে মুখ খুললেন ইমানভি।
সমাজমাধ্যমে ইমানভি লেখেন, 'প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পহেলগাঁওয়ে যা ঘটেছে, তাঁর তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানাই। শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানা রকম ভুল খবর ছড়ানো হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি। স্পষ্ট করতে বলতে চাই, আমি বা আমার পরিবার পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ রাখে না। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতীয় বংশোদ্ভূত। লস অ্যাঞ্জেলেসে জন্ম আমার। হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারি। সুতরাং যা যা রটেছে, তার পুরোটাই গুজব ছাড়া আর কিছু নয়।'
