সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
 
 রাশাকে মন দিলেন ইব্রাহিম?
পালক তিওয়ারির সঙ্গে ইব্রাহিম আলি খানের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল নেটপাড়া। কিন্তু সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পাললকে 'ভাল বন্ধু'র তকমা দেন ইব্রাহিম। এর মাঝেই রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির সঙ্গে দেখা যায় তাঁকে। মুম্বইয়ে আইপিএল-এর ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন বীর পাহাড়িয়াও। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ত্রয়ী। সেখান থেকেই নেটিজেনদের মধ্যে চর্চা শুরু ইব্রাহিম-রাশার সম্পর্ক নিয়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।
 
 'চন্দু' হতেন সুশান্ত!
 
 কবির খান পরিচালিত ছবি 'চন্দু চ্যাম্পিয়ন'-এ কার্তিক আরিয়ানের অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কিন্তু মুরলীকান্ত পেটকরের জীবনী নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করার কথা ছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এমনকী এই গল্পের স্বত্বও কিনেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে এই কথা স্বীকার করেছিলেন মুরলীকান্ত। 
 
 উদিতের চুম্বন-কাণ্ডে সরব অমিত
 
 ফের উঠে এল উদিত নারায়ণের চুম্বন বিতর্ক। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক অমিত ট্যান্ডন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি উদিত নারায়ণের গানের ভক্ত। কিন্তু ওঁর স্বভাব সত্যিই নিন্দনীয়। ভক্তরা অনেকসময় কাছাকাছি আসছে চান। কিন্তু তারকাদের উচিৎ সবকিছুর মধ্যে নিয়ন্ত্রণ রাখা। নিজেকে আবেগে বিলিয়ে দেওয়া উচিৎ নয়। আমার প্রেমিকা বা স্ত্রী ওঁর সঙ্গে ছবি তুলতে গেলে যদি এরকম কিছু করতেন, তাহলে সবকিছু ভুলে আগে ভীষণ পিটাতাম।"
