কলকাতার বিনোদন জগতে নতুন দিগন্তের সূচনা করল হাউস অফ ভিশন স্টুডিওস। খ্যাতনামা অভিনেতা দেবপ্রসাদ হালদার ও অমিতাভ ধরের মালিকানাধীন এই প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯ জানুয়ারি এক বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠানের মাধ্যমে।
উদ্বোধনী সন্ধ্যায় টলিউডের বহু পরিচিত মুখের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তোলে। পরিচালক তথাগত মুখার্জি, ইন্দ্রাশিস আচার্য, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সোহম মজুমদার, আমিত সাহা, ঋষভ বসু, রণজয় বিষ্ণু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট শিল্পী ও অতিথিরা এই নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবপ্রসাদ বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা আরও বেশি কাজ করতে চাই এবং আরও শক্তিশালী ও মানসম্মত ক্রিয়েটিভ এক্সিকিউশন দর্শকের সামনে তুলে ধরতে চাই। হাউস অফ ভিশন স্টুডিওস-এর সঙ্গে একটি অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানও থাকবে, যেখানে ট্যালেন্ট সার্চের মাধ্যমে নতুন মুখ ও নতুন প্রতিভাকে ইন্ডাস্ট্রিতে সুযোগ করে দেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল হাউস অফ ভিশন স্টুডিওস-এর প্রথম প্রযোজনার পোস্টার লঞ্চ। এটি একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, যা দেবপ্রসাদের পরিচালনায় প্রথম কাজ। ছবিতে অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায় ও অঙ্কিতা দাস। পোস্টার প্রকাশের পর থেকেই এই নতুন প্রোজেক্ট ঘিরে ইন্ডাস্ট্রির অন্দরে কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে।
হাউস অফ ভিশন স্টুডিওস কেবল একটি নতুন প্রযোজনা সংস্থার আত্মপ্রকাশ নয়, বরং নতুন ভাবনা, নতুন প্রতিভা ও সৃজনশীলতার এক শক্তিশালী মঞ্চ হিসাবে বাংলা বিনোদন জগতে ভবিষ্যতের জন্য এক আশাব্যঞ্জক বার্তা নিয়ে এল।
