নিজস্ব সংবাদদাতা: 'হরগৌরী পাইস হোটেল'-এ অভিনয়ের প্রথম কাজেই নজর কেড়েছিলেন শুভস্মিতা মুখোপাধ্যায়। কিছুদিন আগে শেষ হয়েছে সেই ধারাবাহিক। এরই মধ্যে বিপত্তি৷ একাধিক শারীরিক সমস্যার কারণে গুরুতর অসুস্থ শুভস্মিতা। এমনকী তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে চিকিৎসকের পরামর্শ মতো ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি৷ আপাতত কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী।
ফুসফুসে সংক্রমণ, খাদ্যনালীতে সমস্যা সহ একাধিক রোগে আক্রান্ত হয়েছিলেন শুভস্মিতা। মূলত খাওয়াদাওয়ার অনিয়ম, এবং জীবনযাপনের কারণে বিভিন্ন সমস্যা থাবা বসায় শুভস্মিতার শরীরে। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে হয় তাঁকে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন কিছুদিন অভিনেত্রীকে নিয়মের মধ্যে থাকতে হবে৷
স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে 'ঐশানি'র ও তাঁর মেয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শুভস্মিতা। প্রথম কাজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সাফল্যের সঙ্গে বেশ অনেক দিন চলে ধারাবাহিক। স্বাভাবিকভাবেই শুটিংয়ের ব্যস্ততার মাঝে নিজেকে সেভাবে সময় দিতে পারেননি শুভস্মিতা। তবে এবার কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। কিছুটা সুস্থ হয়েই জীবনের নতুন শুরু করতে চলেছেন শুভস্মিতা। অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসা শুরু করছেন তিনি। যে সুখবর খুব শীঘ্রই দেবেন অভিনেত্রী।
