নিজস্ব সংবাদদাতা: আরও এক বার একেনবাবু চরিত্রে ফিরছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে একেনের নতুন সিরিজ। দার্জিলিং এবং রাজস্থানের পর এ বার একেনের অভিযান বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য পুরীতে। একেনবাবুর নতুন সিরিজের নাম 'পুরো পুরী একেন'। নতুন বছরেই মুক্তি পেল একেনবাবুর এই নয়া অভিযানের প্রথম ঝলক। চলতি মাসের ২৩ তারিখে 'হইচই'-এর হাত ধরে, বাপি ও প্রমথকে সঙ্গে নিয়ে দর্শকের সামনে হাজির হবেন একেনবাবু ।
সিরিজে দেখা যাবে, বাঙালির প্রিয় পুরী এবার পরিণত হয়েছে প্রায় 'হত্যাপুরী'তে। গল্প শুরু হয় বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী পারমিতার কাছে রহস্যময়, হুমকি দিয়ে ফোন দিয়ে। সেই হুমকি ধীরে ধীরে পরিণতি পায় একের পর এক খুন-এ! নিজের ক্ষুরধার বুদ্ধি, খাবারের প্রতি অগাধ ভালবাসা এবং ভাঙা ভাঙা ওড়িয়া ভাষাকে সম্বল করে শেষমেশ কি এই খুনের তদন্তের জট খুলতে পারবে একেনবাবু? তাই নিয়েই এগোবে সিরিজ।
'পুরো পুরী একেন'-এ নামভূমিকায় অনির্বাণ চক্রবর্তী। বাপি ও প্রমথর চরিত্রে যথাক্রমে সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। পারমিতার চরিত্রে হাজির হবেন রাজনন্দিনী এবং অভীক হিসাবে দর্শকের মুখোমুখি হবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
'পুরো পুরী একেন' সিরিজ পরিচালনার দায়িত্বভার সামলেছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিরিজ সম্পর্কে পরিচালক বললেন, "একেনবাবুর এই গল্পের প্রেক্ষাপট যেহেতু পুরী, তাই গোটা সিরিজ জুড়ে সেখানকার সংস্কৃতির স্বাদ দর্শক পাবেন অ্যাডভেঞ্চারের পরতে। আর ব্যক্তিগতভাবে পুরী আমারও খুব প্রিয় জায়গা। তাই এখানকার আনাচেকানাচে শুটিং করার মজা দ্বিগুণ হয়ে গিয়েছিল। এটুকু জোর গলায় বলতে পারি, এই সিরিজে টানটান রহস্য যেমন আছে তেমন আছে নানা চমক। হাসির উপাদানও রয়েছে যথেষ্ট। আশা করি, সবমিলিয়ে জমজমাট আনন্দ পাবেন দর্শক।"
পুরী ছাড়াও কোণার্ক মন্দির, রঘুরাজপুর, উদয়গিরিতে শুটিং সারা হয়েছে এই সিরিজের।
