দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি। বেনারসে গঙ্গাকে সাক্ষী রেখে ঘর বাঁধলেন তিনি। তাঁর জীবনের নতুন সঙ্গীর নাম হৃতিকা গিরি। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তাঁকে ঘিরে কৌতূহল ও নানা আলোচনা। কিন্তু কে এই হৃতিকা গিরি? কী তাঁর পরিচয়?

ফেসবুকে চোখ রাখলে জানা যায়, হৃতিকা আইনের ছাত্রী এবং পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপও করেছেন। শুধু তাই নয়, তিনি দু’টি সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ীও। বয়স নাকি মাত্র ২১ বছর। জানা যাচ্ছে, এক সময় হিরণের ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।

আইনচর্চা ও সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি মডেলিং জগতেও সক্রিয় হৃতিকা। তাঁর সামাজিক মাধ্যমের প্রোফাইল ঘাঁটলে চোখে পড়ে নানা ধরনের ফটোশুট। কখনও ঐতিহ্যবাহী শাড়িতে, কখনও আবার আধুনিক ওয়েস্টার্ন পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে বিশেষভাবে নজর কেড়েছে একাধিক ছবিতে তাঁর হাতে শাঁখা-পলা। গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই এমন বেশ কিছু ছবি পোস্ট করেছেন হৃতিকা, যেখানে তাঁর হাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে শাঁখা-পলা, যা সাধারণত বিবাহিত নারীরা পরে থাকেন। যদিও শুটের প্রয়োজনে এমন সাজ দেখা যেতেই পারে, তবে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও শাঁখা-পলা পরা ছবি নতুন করে কৌতূহল বাড়িয়েছে।

এখানেই শেষ নয়। গত বছরের জুন মাসে হিরণের সঙ্গেও একটি ছবি পোস্ট করেছিলেন এই তরুণী। সেই ছবিতে দেখা যায়, দু’জনে একসঙ্গে পুজো দিচ্ছেন। হাসিমুখে লেন্সবন্দি হন তাঁরা সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তবে কি অনেক আগেই বিয়ে সেরে ফেলেছিলেন হিরণ ও হৃতিকা? দীর্ঘদিন ধরেই নিজেদের সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তাঁরা? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পুরনো ছবি এবং শাঁখা-পলা পরিহিত একাধিক পোস্ট ঘিরে এখন এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত হিরণ বা হৃতিকার তরফে কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

হিরণের দ্বিতীয় বিয়ের খবর পেতেই বিস্ফোরক তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জি। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কয়েক বছর আগে আমরা আলাদা থাকতাম ঠিকই, কিন্তু ক'দিন আগে আমরা আবার একসঙ্গেই ছিলাম। গত বছর নভেম্বরে মেয়ের জন্মদিন সেলিব্রেট করতে ব্যাংকক গিয়েছিলাম। আমাদের তো ডিভোর্স ফাইলই হয়নি। হিরণের এই বিয়েটা তো ইললিগাল। মেয়ের অবস্থা চোখে দেখা যাচ্ছে না। কোনও কথা বলছে না। বাবার এরকম খবর এলে কী করতে পারে একটা মেয়ে?”