সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'ও ফিরেছে এতেই খুশি, বাকি তো...', ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেতেই কী প্রতিক্রিয়া হেমার? 

বুধবার অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ভুয়ো মৃত্যু খবর রটে গিয়েছিল তাঁর। কিন্তু সেসবকে নস্যাৎ করে তিনি ১২ নভেম্বর বাড়ি ফেরেন। ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। স্বামী এদিন বাড়ি ফিরতেই স্বস্তিতে ড্রিম গার্ল। তিনি এক সাক্ষাৎকারে জানান, 'সময়টা আমার জন্য মোটেই সহজ ছিল না। ধরমজির স্বাস্থ্য নিয়ে আমরা সবাই খুবই উদ্বেগে ছিলাম। ওঁর ছেলেমেয়েরা নির্ঘুম রাত কাটিয়েছে। কিন্তু আমার তো দুর্বল হওয়ার, ভেঙে পড়ার জো ছিল না। আমার কাঁধেই তো অনেক দায়িত্ব। কিন্তু হ্যাঁ, আমি এখন খুশি যে উনি বাড়ি ফির এসেছেন। আমরা স্বস্তিতে রয়েছি যে উনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ওঁর আপনজন, ভালবাসার মানুষদের কাছে থাকা প্রয়োজন এখন। বাকি সব কিছু তো এখন উপরওয়ালার হাতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।' এদিন ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাঁকে দেখতে আসেন তাঁর বন্ধু তথা সহঅভিনেতা অমিতাভ বচ্চন। এসেছিলেন পরিচালক অনিল শর্মা, গুড্ডু ধানোয়া, প্রমুখ। শাহরুখ খান, আরিয়ান খান, সলমন খান, গোবিন্দা প্রমুখ হাসপাতালেই দেখতে গিয়েছিলেন অভিনেতাকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত সপ্তাহের শেষ দিকে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপরই রটে গিয়েছিল তাঁর মৃত্যু খবর। স্বাভাবিক ভাবেই সেই খবরে ক্ষুব্ধ হয় তাঁর পরিবার। হেমা মালিনী এবং এষা দেওল বিবৃতি দিয়ে জানান এই খবর একেবারেই মিথ্যে, বরং চিকিৎসায় সাড়া দিচ্ছেন 'বীরু'। তার মাত্র একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। 

 

আর রাখঢাক নয়! প্রকাশ্যেই রশ্মিকার হাতে চুমু বিজয়ের

বিগত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। কিন্তু তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনই প্রকাশ্যে কিছু খোলসা করে বলেননি। এমনকী কানাঘুষোয় শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর মাসে নাকি বাগদান সেরে ফেলেছেন তাঁরা। ২০২৬ সালের একদম গোড়ার দিকে গাঁটছড়া বাঁধবেন। তবে এই দুই তারকার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও পর্যন্ত। সে না আসুক, কিন্তু এদিন প্রকাশ্যে পিডিএ করতে দেখা যায় বিজয়, রশ্মিকাকে। অভিনেত্রীর সদ্য মুক্তি পাওয়া ছবি 'দ্য গার্লফ্রেন্ড' -এর সাকসেস পার্টি ছিল হায়দরাবাদে। সেখানেই প্রকাশ্যে রশ্মিকার হাতে চুমু খান বিজয়। আর নায়িকা? তিনি আর কী করবেন, চর্চিত প্রেমিকের কাণ্ডে লজ্জায় একেবারে লাল হয়ে যান। নিমেষেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। তাঁদের অনুরাগীরা রীতিমত মুগ্ধ। সেই ভিডিও দেখে কেউ লেখেন, 'অবশেষে!' কারও মতে আবার, 'ওমা! কী মিষ্টি!' প্রসঙ্গত ২০১৮ সালে রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান ভাঙেন রশ্মিকা। তারপর থেকেই শোনা যায় তিনি আর বিজয় নাকি একে অন্যকে মন দিয়েছেন। আর গুঞ্জন যদি ঠিক হয় তবে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। 

 

বিগ বস থেকে বাদ পড়লেন মৃদুল! কান্নায় ভেঙে পড়লেন গৌরব

সপ্তাহের মাঝে বিগ বস হাউজ থেকে বাদ গেলেন ইউটিউবার মৃদুল তিওয়ারি। লাইভ অডিয়েন্সের থেকে তিনি ভীষণ কম ভোট পেয়েছিলেন। আর সেই কারণেই এদিন তাঁকে বিগ বস হাউজ ছাড়তে হয়। সলমন খান সঞ্চালিত এই শোতে এদিন মৃদুলের বাদ পড়ার খবর প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেতা গৌরব খান্না। সকলেই জানেন তাঁর এবং মৃদুলের সম্পর্ক কতটা ভাল ছিল। তাঁরা একে অন্যের ভীষণই ভাল বন্ধু ছিলেন। বাড়ি ফিরে যাওয়ার আগে এদিন মৃদুল বিগ বস হাউজের প্রতিটি সদস্যকে জড়িয়ে ধরেন, এবং কোনও ভুল করে থাকলে সেটার জন্য ক্ষমা চান। তিনি বাদ পড়ার সকলেরই মন খারাপ হলেও, গৌরব তাঁর অনুভূতিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেন না। বরং খানিক নিজেকেই দায়ী করেন বন্ধু বাদ পড়ার কারণে। এই সপ্তাহে সব থেকে বেশি ভোট পেয়েছেন শেহবাজ এবং গৌরব। তাঁদের মধ্যেই এবার লড়াই হবে ক্যাপ্টেন হওয়ার।