কমেডিয়ান ভারতী সিং এবং চিত্রনাট্যকার-সঞ্চালক হর্ষ লিম্বাচিয়া দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন। এই সুখবর আগেই ভাগ করে নিয়েছেন তাঁরা। দম্পতির ইচ্ছা, এবার তাঁদের কোল আলো করে আসুক একটি কন্যাসন্তান। তবে এখানেই শেষ নয়। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেল ভারতী টিভি-র একটি পডকাস্টে হার্ষ জানালেন, তাঁরা নাকি ইতিমধ্যেই তৃতীয় সন্তানের কথাও ভাবতে শুরু করেছেন।

পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন সোনালি বেন্দ্রে। মাতৃত্ব নিয়ে আলোচনার সময় সোনালি জানান, তাঁর একটিই সন্তান। সেই প্রসঙ্গেই ভারতী দ্বিতীয়বার মা হওয়া নিয়ে নিজের দুশ্চিন্তার কথা বলেন। তাঁকে আশ্বস্ত করে সোনালি বলেন, ভারতী এখন একজন অভিজ্ঞ মা। ঠিক তখনই কথার ফাঁকে হর্ষ মজা করে বলেন, “আমরা থামব না, ভারতী।”

হর্ষের এই মন্তব্যে সোনালি অবাক হয়ে গেলে তিনি আরও যোগ করেন, “তিন আমার লাকি নাম্বার।” এরপর পুরো বিষয়টি খোলসা করে বলেন ভারতী। তাঁর কথায়, “ও বলে আমরা থামব না। খুব ইচ্ছা যে, আমাদের একটা মেয়ে হোক। তাই ভাবছি, যদি এবারও ছেলে হয়, তাহলে আর একবার চেষ্টা করব। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, যদি তৃতীয়বারও ছেলে হয়? ও বলল, আবার চেষ্টা করব। মানে, যতদিন বেঁচে আছি, ততদিন নাকি এই প্ল্যান চলতেই থাকবে!”

হর্ষও জানান, ছেলে-মেয়ে যাই হোক না কেন, শুরুতে তাঁদের আর সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু যদি এবারও ছেলে হয়, তাহলে তাঁরও ইচ্ছা একটি কন্যাসন্তানের।

প্রসঙ্গত, ২০১৭ সালে বিয়ে করেন ভারতী এবং হার্ষ। ২০২২ সালের ৩ এপ্রিল তাঁদের প্রথম সন্তানের হয়। চলতি বছরের অক্টোবরে ইনস্টাগ্রামে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানান ভারতী। পাহাড়ঘেরা প্রেক্ষাপটে তোলা একটি ছবিতে হর্ষকে দেখা যায় ভারতীর বেবি বাম্পে হাত রেখে দাঁড়িয়ে থাকতে। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমরা আবার মা-বাবা হতে চলেছি।’

বেশ কিছুদিন ধরেই ভারতীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা চলছিল বলিপাড়ায়। যদিও এতদিন ভারতী কিংবা হর্ষ কেউই এবিষয়ে মুখ খোলেননি। বরং গত এপ্রিল মাস নাগাদ এক সাক্ষাৎকারে ভারতী সাফ জানান, তিনি এখনও অন্তঃসত্ত্বা নন। তবে চলতি বছরেই তাঁর দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও আভাস দেন ‘লাফটার কুইন’। এবার তিনি একটি কন্যাসন্তান চান বলে জানান ভারতী। তাঁর কথায়, “লক্ষ্য এখন যথেষ্ট বড় হয়েছে, এবং এটাই দ্বিতীয় সন্তান নেওয়ার সঠিক সময়। হর্ষও এই সিদ্ধান্তে একমত।” 

ভারতী বর্তমানে ‘লাফটার শেফস’-এর তৃতীয় সিজনের সঞ্চালনা করছেন। অন্য দিকে, হর্ষ সঞ্চালনা করছেন ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট ‘-এর ১১তম সিজনের।