নিজস্ব সংবাদদাতা: বহু বছর পর লাইট,ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরছেন পরিচালক হরনাথ চক্রবর্তী। তবে এবার বড়পর্দায় নয়, বরং ফিরছেন ওটিটি প্ল্যাটফর্মে। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হচ্ছে ওয়েব সিরিজ 'ইচ্ছেপূরণ'। 

 

 

 

 

 

মুখ্য দুই চরিত্র 'অপর্ণা' ও 'অপূর্ব'-এর ভূমিকায় দেখা যেতে চলেছে ঈশানী সেনগুপ্ত ও দেবরাজ ভট্টাচার্যকে। গল্পে জীবনবিমা সংস্থার এজেন্ট অপূর্ব। স্ত্রী, সন্তানকে নিয়ে সংসার চালাতে নাজেহাল সে। আচমকাই তার হাতে আসে এক জাদু পাথর, যা দিয়ে রাতারাতি বদলে যায় তাদের আর্থিক পরিস্থিতি। তারপর কী হবে? স্বপ্নপূরণ হবে তাদের নাকি ভাঙবে মোহ? সেই নিয়েই এগোবে সিরিজের গল্প। 

 

 

 

 

 

সিরিজের কাহিনি ইমন চক্রবর্তীর। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন শঙ্কর দেবনাথ, কোরক সামন্ত, রানা বসু ঠাকুর প্রমুখ। সাতটি পর্বের এই সিরিজ মুক্তি পাবে প্ল্যাটফর্ম এইটে। ইতিমধ্যেই কলকাতা ও আশপাশের বেশকিছু এলাকায় চলছে শুটিং। 

 

 

 

 

প্রসঙ্গত, মাস কয়েক আগেই স্ত্রী বুলা চক্রবর্তীকে হারিয়েছেন পরিচালক। স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কারণেই পিছিয়েছিল এই সিরিজের শুটিং। কিন্তু তার মাঝেই তাঁর দাম্পত্যে ছন্দপতন। স্ত্রীর মৃত্যুশোক কাটিয়ে ফের ফ্লোরে ফিরেছেন পরিচালক।