অভিনেত্রী হনসিকা মোতওয়ানির বিরুদ্ধে দায়ের করা নির্যাতন সংক্রান্ত মামলা খারিজের আবেদন বোম্বে হাইকোর্ট নাকচ করেছে। এর ফলে হনসিকা এবং তাঁর মা জ্যোতিকা মোতওয়ানি এখন গুরুতর আইনি নজরদারির মুখে পড়েছেন। হনসিকার দাদা প্রশান্ত মোটওয়ানির প্রাক্তন স্ত্রী ন্যান্সি জেমস অভিযোগ করেছেন যে, তাঁর বিবাহিত জীবনে তিনি হনসিকা এবং তাঁর মায়ের দ্বারা অত্যাচার এবং হয়রানির শিকার হয়েছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতে পুলিশের কাছে বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

ন্যান্সি জেমসের দায়ের করা অভিযোগে হনসিকা মোতওয়ানি এবং তাঁর মা জ্যোতিকা মোতওয়ানির বিরুদ্ধে নিম্নলিখিত ধারাগুলি প্রযোজ্য হয়েছে—
ধারা ৪৯৮এ– পণ-সংক্রান্ত মানসিক বা শারীরিক নির্যাতন
ধারা ৩২৩– ইচ্ছাকৃতভাবে আঘাত করা
ধারা ৩৫২– হুমকি, ভয় দেখা এবং ইচ্ছাকৃত অপমান যা মানসিক শান্তি ভঙ্গ করতে পারে

ন্যান্সি জেমস ২০২১-এর মার্চে হনসিকার দাদা প্রকাশকে বিয়ে করেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে. বিয়ের পর থেকে নিয়মিত গার্হস্থ্য নির্যাতনের শিকার হন। তাঁর দাবি, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে বারবার টাকা এবং দামী উপহার আনার জন্য চাপ দিত, যার ফলে তিনি মানসিক এবং আর্থিক সমস্যার মুখোমুখি হন।
ন্যান্সি আরও অভিযোগ করেছেন যে, মোটওয়ানি পরিবারে চাপের কারণে তাঁকে নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করতে বাধ্য করা হয়। দীর্ঘদিনের এই নির্যাতন তাঁর স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে, এবং এর ফলস্বরূপ তিনি বেলস পলসি রোগে আক্রান্ত হন।
একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “ন্যন্সি এবং প্রকাশের বিয়ে মার্চ ২০২১-এ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল। তবে শুরু থেকেই সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় এবং এক বছরের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যান।”

ফেব্রুয়ারি মাসে হনসিকা এবং তাঁর মা জ্যোতিকা মুম্বই সেশনস কোর্ট থেকে অগ্রিম জামিন পান, যা তাঁদের সাময়িকভাবে গ্রেপ্তার থেকে রক্ষা করে। এরপর হনসিকা এফআইআর খারিজ করার আবেদন জানান, কিন্তু সম্প্রতি বোম্বে হাইকোর্ট সেই আবেদন খারিজ করেছে। এর ফলে মামলাটি এখন বিচারের পর্যায়ে এগোচ্ছে।

আইনি জটিলতার পাশাপাশি হানসিকার ব্যক্তিগত জীবনেও সমস্যা দেখা দিয়েছে। সূত্রের খবর, ব্যবসায়ী সোহেল খাতুরিয়ার সঙ্গে তাঁর দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে, যা এই কঠিন সময়ে তাঁর উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। ধুমধাম করে বিয়ে করেও শান্তির নীড় পাননি তাঁরা। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, বিয়ের মাত্র দু’বছর কাটতেই হনসিকা এবং সোহেল এখন আলাদা থাকতে শুরু করেন। অভিনেত্রী নাকি স্বামীকে ছেড়ে নিজের মায়ের কাছে ফিরে এসেছেন। ফলে তাঁর দাম্পত্যে চিড় ধরেছে বলে আঁচ করেন অনেকেই।

শোনা যায়, সোহেলের প্রাক্তন স্ত্রীর বন্ধু ছিলেন হনসিকা। নিন্দকেরা বলেন, বান্ধবীর সংসার ভেঙে নিজের ঘর সাজিয়েছেন নায়িকা। তা নিয়ে তাঁকে কটাক্ষও কম শুনতে হয়নি।
শিশুশিল্পী হিসাবে যাত্রা শুরু হনসিকার। ‘শাকা লাকা বুম বুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে করুণা নামে একটি চরিত্রে অভিনয় করেন তিনি। পর্দায় সেই একরত্তি মেয়ের সারল্য মন জয় করে নেয় সকলের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর ঋত্বিক রোশনের সঙ্গে ‘কোই মিল গয়া’ ছবিতেও অভিনয় করেন হনসিকা। নায়কের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার কয়েক বছর পরেই পুরদস্তুর নায়িকা ওঠেন তিনি। হিমেশ রেশামিয়ার সঙ্গে বিপরীতে দেখা যায় তাঁকে। পাশাপাশি দক্ষিণেও কাজ করতে থাকেন চুটিয়ে।