সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। কিন্তু বেশ কিছুদিন হল তাঁরা নাকি এক ছাদের তলায় থাকেন না। এহেন আবহে বলিপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। যদিও এই গুঞ্জনকে বিশেষ পাত্তা দেননি তারকা দম্পতি।

 


স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন গোবিন্দা। গোবিন্দা হারিয়েছেন এক কাছের মানুষকে। না ফেরার দেশে গোবিন্দার ব্যক্তিগত সচিব শশী সিনহা। দীর্ঘদিন একসঙ্গে থাকায় কাছের বন্ধু হয়ে গিয়েছিলেন গোবিন্দা-শশী। তাঁর শেষযাত্রায় বিধ্বস্ত অবস্থায় দেখা গিয়েছিল অভিনেতাকে।

 


সেই শোক কাটিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন গোবিন্দা। সঙ্গে করেছেন বিস্ফোরক মন্তব্য। গোবিন্দা কারওর নাম না নিয়েই বলেন, "যেহেতু আমার পরিবারের কেউ বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তাই ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে আমার সঙ্গে বহিরাগতর মতো ব্যবহার করা হত। যেহেতু বেশিদূর পর্যন্ত পড়াশোনা করিনি, তাই অশিক্ষিত ভেবে এমন অনেক কাজ করানো হত, যা উচিত ছিল না‌। এমনকী ছক কষে আমাকে অভিনয় জগত থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তাই লড়াই করে টিকে ছিলাম। আজও লড়াই করি।"


 
তিনি আরও বলেন, "কেরিয়ারের শুরুতে ১০০ কোটি টাকার বাজেটের একটি ছবির প্রস্তাব আসে। কিন্তু তখন নাকচ করে দিই। পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে চড় কষাই। তখন ওই ছবিতে কাজ করলে আজ আমার জায়গাটা অন্যরকম হত।"