নিজস্ব সংবাদদাতা, মুম্বই: দীর্ঘদিন একটানা বহু সিনেমাতে অভিনয় করেছিলেন গোবিন্দা। একটা সময় ছিল যখন বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন 'হিরো নাম্বার ওয়ান'। নাচ, অভিনয় থেকে কৌতুক, অ্যাকশন তাঁকে টেক্কা দেওয়ার মতো অভিনেতা খুব কমই ছিলেন। বহু বছর ধরে কেরিয়ারের শীর্ষে থাকা সেই নায়কই সিনেমার জগৎ থেকে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকেন। আর এই নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। 

কখনও বলিউড সম্পর্কে কটাক্ষ, কখনও বা গোবিন্দার সঙ্গে সম্পর্ক, মন খুলে কথা কথা বলতে কখনও দ্বিধাবোধ করেন না সুনীতা আহুজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার কাজ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেন অভিনেত্রার স্ত্রী। 

সুনীতা জানান যে সারা জীবন স্বামী-সন্তানদের দেখভাল করার পর এবার তিনি নিজের কেরিয়ার চান। তাঁর কথায়, "১৯৮৬ সালে আমি তান-বদন ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলাম। ছবিটি আমার জামাইবাবুর ছিল। আমি তখন এতটা পরিশ্রম করতে চাইনি। তাই ছবিটি খুশবু পেয়ে যায়। তখন আমার মাকে দেখতে হত, পরিবার সামলাতে হত এবং বিয়ে করে গৃহিণী হওয়াই আমার লক্ষ্য ছিল। আসলে আমি কেরিয়ার নিয়ে সেভাবে কখনও ভাবিনি। কিন্তু এখন আমার চিন্তা-ভাবনা বদলেছে। ৫০ বছরেও কেউ কাজ করা শুরু করতে পারেন।"

এক সময়ে গোবিন্দার কাজে ম্যানেজারের দায়িত্ব সামলাতেন সুনীতা। কিন্তু দু' বছরের বেশি সময় ধরে কাজ নেই অভিনেতার। সেই প্রসঙ্গেই সুনীতা বলেন, "আমি গোবিন্দার কাজ সামলাতাম, কিন্তু ও দু'বছর কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই আমি এখন নিজের জন্য কিছু করতে চাই। আমার একাকী বোধ হয়। তাই ব্যস্ত হতে চাই। টিভিতে কমেডি শো-তে বিচারক কাজ খুঁজছি।"

শুধু তাই নয়, নায়কের স্ত্রী হয়ে কীভাবে জীবন কাটিয়েছেন তা নিয়েও মন্তব্য করেন সুনীতা। তাঁর কথায়, "অভিনেতার স্ত্রী হলে কখনও এখানে, কখনও ওখানে সম্পর্কের গুঞ্জন বুকে পাথর রেখে শুনতে হয়। তবে উনি এক নাগাড়ে কাজ করতেন। তাই অন্য সম্পর্কে জড়ানোর সময়ই পেতেন না। কিন্তু এখন কাজ করা বন্ধ করে দিয়েছেন। তাই এখন না কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন তা নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগি। ৬০ বছরে পর মানুষের মতিভ্রম হয়।"