চলতি বছর জানুয়ারিতে রাশিয়ান প্রেমিকা চিন্তামণি ডায়নার সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেতা গৌরব মণ্ডল। বৃন্দাবনে দুই পরিবারের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। বিয়ের দু'মাসের মধ্যেই সুখবর দিয়েছিলেন গৌরব ও চিন্তামণি। জানিয়েছিলেন বাবা-মা হতে চলেছেন দম্পতি। বৃন্দাবনেই কন্যা সন্তানের জন্ম দিলেন চিন্তামণি। সেই খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করেছিলেন গৌরব। এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন অভিনেতা। সঙ্গে একরত্তির ছবিও সামনে আনলেন।


গৌরব-চিন্তামণি তাঁদের একরত্তি মেয়ের নাম রেখেছেন, রসমৃতা রাধে দাসী। এই নামের মানে হল শ্রীকৃষ্ণের এক দাসী, যাঁকে রাধা নিযুক্ত করেছিলেন। রাধাষ্টমী উপলক্ষে মেয়ের ছবি ও নাম প্রকাশে এনেছিলেন গৌরব।‌ তাঁর ভাগ করে নেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কটা চোখের একরত্তিকে। গোলাপি শাড়িতে মেয়েকে সাজিয়েছেন গৌরব ও চিন্তামণি। একরত্তিকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বরাবরই গৌরব-চিন্তামণির ভিডিও দেখে দম্পতিকে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। 

 

আরও পড়ুন: রাক্ষসী রানির চরিত্রে পর্দা কাঁপাতে আসছেন আয়েন্দ্রী রায়! 'রূপমতী'কে কোন বিপদে ফেলবে 'জটিলা'?

 


প্রসঙ্গত, অভিনেত্রী জেসমিন রায় সঙ্গে বিচ্ছেদের পর টলিউডের সঙ্গেও খানিকটা দূরত্ব বাড়িয়েছিলেন গৌরব। বৃন্দাবনে গিয়ে নিজের জীবনকে নতুন করে আবিষ্কার করেন অভিনেতা। দেখা হয় নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে। সেখান থেকেই শুরু প্রেম পর্ব। বিদেশিনী প্রেমিকার সঙ্গে প্রেম কখনই লুকিয়ে রাখেনি গৌরব। বৃন্দাবনধামেই সংসার পাতেন তাঁরা। সমাজ মাধ্যমে নিজেদের দাম্পত্যের টুকরো মুহূর্তদের ভাগ করে নেন তাঁরা।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dream GIRL with Vrindavan Soul❤️Professional Dancer (@chintamani_diana)