সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


একফ্রেমে রিতেশ-জেনেলিয়া?


হাসি-কান্না থেকে শিক্ষা, দর্শকদের নতুন এক সফরে নিয়ে গিয়েছিল 'তারে জমিন পর'। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এরপর অপেক্ষা ছিল এর সিক্যুয়লের। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে 'সিতারে জমিন পর'৷ দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছে আরএস প্রসন্ন পরিচালিত এই ছবি। ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছে আমির খান এবং জেনেলিয়া দেশমুখকে। বহু বছর পর পর্দায় ফিরে দর্শককে চমকে দিয়েছেন জেনেলিয়া। এবার  জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘মস্তি’র চতুর্থ কিস্তি ‘মস্তি ৪’-এর শুটিং শুরু হয়েছে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। বৃহস্পতিবার বার্মিংহামের ভিক্টোরিয়া স্কোয়ারে এই সিনেমার গোটা ইউনিটকে শুটিং করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন ছবির তিন তারকা—রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সেখানে সকলের নজর কাড়ে জেনেলিয়ার উপস্থিতি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি কেবল শুটিং দেখতে এসেছেন। কিন্তু পরে দেখা যায়, তিনি গানের রিহার্সাল করছেন এবং দৃশ্যেও অংশ নিচ্ছেন। ফলে নেটপাড়ায় গুঞ্জন, এই গানে জেনেলিয়ার একটি বিশেষ উপস্থিতি বা ক্যামিও রয়েছে।

আরও পড়ুন: অস্ত্রপ্রচারের পর অভিনয়ে ফিরছেন ক্যানসারে আক্রান্ত দীপিকা! কবে থেকে পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে? 


রণবীরের বিলাসবহুল উপহার  


বলিউড সেলিব্রিটিদের বিলাসবহুল গাড়ি থাকাটা সাধারণ ব্যাপার, কিন্তু ইলেকট্রিক গাড়ির তালিকায় এখনও মাত্র কয়েকটি নাম রয়েছে। এবার এই বিশেষ তালিকায় রণবীর সিংয়ের নামও যুক্ত হয়েছে। রণবীর সিং সম্প্রতি তাঁর ৪০ তম জন্মদিন উদযাপন করেছেন এবং এই উপলক্ষে তিনি নিজেকে একটি বিশেষ উপহার দিয়েছেন। রণবীরের নতুন ইলেকট্রিক গাড়ি স্টাইলিশের সঙ্গে পরিবেশের দিক থেকেও এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ বলে মনে করা হয়। রণবীর সিং সম্প্রতি তাঁর গাড়ি সংগ্রহে নতুন নাম যুক্ত করেছেন, তা হল হামার ইভি ৩এক্স। এটি একটি ইলেকট্রিক গাড়ি, যার দাম প্রায় ৪.৫ কোটি টাকা। বিশেষ বিষয় হল রণবীর এই ইলেকট্রিক হামার কেনার প্রথম বলিউড সেলিব্রিটি হয়েছেন। রণবীরের ইতিমধ্যেই রেঞ্জ রোভার, ল্যাম্বোরগিনি, মার্সিডিজ এবং জাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে। এখন এই শক্তিশালী এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক হামার তাঁর সংগ্রহকে আরও বিশেষ করে তুলেছে। এদিকে, রণবীর সিং তাঁর পরবর্তী ছবি 'ধুরন্দর' নিয়ে খবরে রয়েছেন। সম্প্রতি ছবির টিজার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে।


দক্ষিণে পাড়ি রাঘবের 


নাচের মঞ্চ থেকে সঞ্চালনায় জনপ্রিয়তা অর্জন করেছেন রাঘব জুয়াল।‌ এরপর বলিউডের ছবিতেও একের পর এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন। এবার রাঘব পাড়ি দিলেন দক্ষিণী ছবির জগতে। অভিনেতা নানির আগামী ছবি 'দ্য প্যারাডাইস'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার রাঘবের জন্মদিনে এ খবর ছবির নির্মাতারা জানিয়েছেন। সেই থেকেই শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই শাহরুখের সঙ্গে 'কিং' ছবির অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতর জখম রাঘব জুয়াল। পায়ে আঘাত পেয়েছেন তিনি। চোট এতটাই জোরালো যে, সঙ্গে সঙ্গে ব্যথায় কাবু হয়ে পড়েন অভিনেতা। সেটে সেই সময় চিকিৎসকের একটি দল উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে অভিনেতার শুশ্রূষা শুরু করেন। তবে আঘাত পেয়েও শুটিং বন্ধ করেননি অভিনেতা। ব্যথা নিয়েই একাধিক শট দিয়েছেন। রাঘবের এই পেশাদারিত্বে চমৎকৃত সেটের সকলেই। প্রত্যেকে প্রশংসা করেছেন তাঁর।