নিজস্ব সংবাদদাতা: মহালয়ার পূণ্য লগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দুর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে।
সম্প্রতি স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে 'রণং দেহি'র প্রথম ঝলক। এই বছর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। তবে কেমন কোয়েল একাই নন, এবার স্টার জলসার মহালয়ায় থাকছেন বাংলার আরও দুই অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকার। এছাড়াও থাকছেন 'কথা' অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে, থাকছেন 'অনুরাগের ছোঁয়া'র 'দীপা' তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, 'শুভ বিবাহ' ধারাবাহিকের 'সুধা' অর্থাৎ অভিনেত্রী সোনামনি সাহা এবং দেখা যাবে 'গীতা এলএলবি' অর্থাৎ অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়কে।
চলতি বছরের মহালয়ায় হিয়ার রূপ দেখে রীতিমতো চমকে গিয়েছিল দর্শক। প্রকাশ্যে আসা ওই প্রোমোতে হাতে তলোয়ার নিয়ে দেখে গিয়েছে অভিনেত্রীকে। ঘোড়ার লাগাম ধরে চালাচ্ছেন যুদ্ধের রথ। চোখে মুখে ফুটে উঠেছে তেজ। কয়েক সেকেন্ডের জন্য হলেও হিয়াকে দেখে মন্ত্রমুগ্ধ হয়েছেন দর্শক। তবে তাঁকে কোন রূপে দেখা যাবে তা এখনও জানা যায়নি। কিন্তু এর মধ্যেই হিয়াকে নতুন রূপে দেখে দারুণ খুশি হয়েছেন নেটিজেনরা।
