বহু বছর পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার। যে স্টার জলসার হাত ধরে প্রথম জনপ্রিয় হয়েছিলেন মধুমিতা, সেই স্টার জলসাতেই আবার ফিরে এলেন তিনি। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। বিপরীতে রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য।

 


ইতিমধ্যেই ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব়্যাপারের চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। তবে দেখা মেলেনি নীলের। প্রোমোর এক ঝলক দেখে মনে হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নকেই হয়তো তুলে ধরা হবে ধারাবাহিকের গল্পে। এই ধারাবাহিকে নায়িকাকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন লুকে। বোহেমিয়ান লুকে নজর কেড়েছেন মধুমিতা। প্রোমোর শুরুতেই তাঁকে ব়্যাপ গাইতে দেখা যায়। এই প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে। ১৫ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক বিকেল সাড়ে পাঁচটার সময় সম্প্রচারিত হবে।

 


কিন্তু এখানেই আসল টুইস্ট! এতদিন সিরিয়ালপ্রেমী দর্শক এই স্লটে দেখতেন 'গীতা এলএলবি'। এবার নতুন মেগা আসতেই কোপ পড়ল এই মেগার উপরে। তবে কি বন্ধ হয়ে যাবে 'গীতা'র গল্প? যদিও চ্যানেল থেকে এমনটা জানা যায়নি। বরং নতুন স্লট পেয়েছে এই ধারাবাহিক। এবার থেকে বিকেল পাঁচটার স্লটে দেখা যাবে এই মেগাকে। তবে নতুন ধারাবাহিক আসতেই 'গীতা'র স্লটেই কেন কোপ পড়ল? এই প্রশ্ন উঠছে নেটপাড়ায়। 


এর কারণ কি এই ধারাবাহিকের কমে যাওয়া টিআরপি? চলতি সপ্তাহে প্রথম দশে জায়গা করতে পারেনি এই মেগা। গল্পের নিত্য নতুন মোড়েও এখন আর দর্শকের মনে জায়গা পাচ্ছে না এই ধারাবাহিক। অথচ এক সময়ে একটানা 'বাংলা সেরা'র খেতাব জিতেছিল 'গীতা এলএলবি'। এখন আর তেমন জনপ্রিয়তা নেই তার। তাই কি স্লট হারাল? যদিও এই বিষয়ে নিশ্চিত কোনও খবর এখনও পর্যন্ত নেই। তবে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল পর্দায় 'গীতা' ওরফে অভিনেত্রী পিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে।

 


হিয়ার কথায়, "কেন এমনটা হল তা সত্যিই জানি না। তবে এতদিন যে স্লটে দর্শক আমাদের দেখেছেন, সেই স্লট হাতছাড়া হলে তো অবশ্যই মন খারাপ হয়। হ্যাঁ, টিআরপিতেও এর যথেষ্ট প্রভাব পড়ে। তবে আমি টিআরপি নিয়ে বেশি ভাবি না। বহুবার বেঙ্গল টপার, চ্যানেল টপার হয়েছি, তাই এখন এসব নিয়ে বেশি মাথা ঘামাই না। দর্শকের ভালবাসা পাওয়ার প্রত্যাশা তো রয়েছেই, তাই সবটাই দর্শকের উপর ছেড়ে দিই। আমরা তো যথাসাধ্য চেষ্টা করি, নিজেদের ভালটা তুলে ধরার। বাকি কোনও কিছুই তো আমাদের হাতে নেই।"

 

আরও পড়ুন: টিআরপিতে বিরাট চমক! প্রথম স্থান থেকে ছিটকে গেল 'পরশুরাম', কার দখলে 'সেরা'র শিরোপা?

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই স্টার জলসার শুরু হয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। এই মেগা সম্প্রচারিত হয় সন্ধে ছ'টায়। আগে এই স্লটে একচেটিয়া রাজ করছিল 'গীতা'। এই ধারাবাহিকের কারণে তার জায়গা হয় সাড়ে পাঁচটার স্লটে। কিন্তু সেখানেও স্থায়ী হতে না হতেই ফের নতুন ধারাবাহিকের জন্য নিজের জায়গা হারাল 'গীতা এলএলবি'‌। গল্পের মোড়ে টিআরপিতে আবারও কি ফিরে পাবে নিজের হারানো জায়গা? নাকি স্লট বদলই কাল হল গীতার জন্য?