‘কথা’ ধারাবাহিকের শেষ শট শেষ হতে না হতেই যেন পুরো বদলে গেলেন অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়! সদ্য শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কথা, যেখানে 'মিষ্টি ঠাম্মি'র চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। বিদায়ের মুহূর্তে চোখের জল লুকোতে পারেননি অভিনেত্রী— নাতি ‘এভি’ অর্থাৎ সাহেব ভট্টাচার্যকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন তনুকা।
কিন্তু যতই মন খারাপ থাকুক, কাজ থেমে থাকে না। কিছুদিনের মধ্যেই নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া'-তে দেখা মিলছে তাঁর। একই চ্যানেলে, একই স্লটে— কিন্তু একেবারে উল্টে গেছে চরিত্র!
তনুকার মুখে, “অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এই সময়েই তো দর্শকরা আমায় কথা-তে দেখতেন। এখন সেই সময়েই অন্য এক রূপে, ও মোর দরদিয়া-তে ফিরছি। তবে এই চরিত্রটা একেবারে নতুন— পুরোপুরি নেতিবাচক! এর আগে ধূসর চরিত্র করেছি, কিন্তু এত খারাপ মানুষ আগে কখনও করিনি।”
এই ধারাবাহিকে গল্পের নায়িকা রনিতা দাস। তার জীবনের শত্রু হয়ে উঠছেন তনুকার চরিত্রটি। “ছোটবেলা থেকেই নায়িকার জীবনটা খারাপ করে চলেছি আমি,” হেসে জানালেন অভিনেত্রী, “দর্শকেরা ধীরে ধীরে বুঝবেন কতটা খারাপ।”
অভিনেত্রী আরও বলেন, “একটু ভয় লাগছে, কারণ এই স্লটেই তো আমায় সবাই ভালো মানুষ হিসেবে দেখেছে। কিন্তু এই বদলটাই আমার জন্য চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জই অভিনেতার আসল পাওয়া।”
নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া-তে ১০ বছর পর ছোট পর্দায় ফিরছেন রনিতা দাস, সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ ঘোষসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় মুখ।
অভিনেত্রী জানালেন, 'একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, এই সময়ই দর্শকেরা দেখতে পেতেন কথা এখন আবার নতুন চরিত্রে ও মোর দরদিয়াতে আমাকে দেখতে পাবেন দর্শকেরা। তবে এই ধারাবাহিকে যেমন চরিত্র করছি তা আগে কখনও করিনি। ধূসর চরিত্রে আমায় দেখা গেছে তবে এই চরিত্রটি সম্পূর্ণ নেতিবাচক, এতটাই খারাপ একজন মানুষ যা দর্শকেরা ধীরে ধীরে দেখতে পাবেন। গল্পের নায়িকা অর্থাৎ রনিতা দাসের ছোটবেলা থেকে তার খারাপ করে চলেছি আমি, কতটা খারাপ করেছে এবং পরবর্তী সময়ে কি হবে তা অবশ্যই দর্শকেরা দেখতে পাবেন। তবে এটুকু বলতে পারি যে এমন চরিত্র দর্শকেরা এর আগে আমাকে দেখেননি। তবে একটু ভয়ও লাগছে আমার, কারণ এই স্লটেই দর্শকেরা আমাকে কথা ধারাবাহিকে এত ভাল একজন মানুষের চরিত্র দেখেছেন, তারপরই এতটা বদল। ভয় লাগলেও এটাই আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চরিত্রটা করতে পেরে আমি দারুণ খুশি। অভিনেতা অভিনেত্রীদের জন্য এটাই তো সবচেয়ে বড় পাওয়া। '
প্রথমদিকে কথা ধারাবাহিক শেষ হয়ে একই স্লটে ও মোর দরদিয়া ধারাবাহিক শুরু হওয়ায় দর্শকেরা তা নিয়ে নানান কথা বলতে শুরু করেন। তবে এই ধারাবাহিকে ১০ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন রনিতা দাস, সঙ্গে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এই ধারাবাহিকে।
নতুন চরিত্রে নতুনভাবে ফিরে দারুন খুশি অভিনেত্রী। শুধু চরিত্র বদল নয় এই ধারাবাহিকে নতুন লুকিয়ে দেখা যাচ্ছে তনুকা চট্টোপাধ্যায়, আগের ধারাবাহিক থেকে বয়স অনেকটাই কম। তবে ধারাবাহিক গল্পে কি বদল আসে এবং এই চরিত্রে কতটা বদল দেখা যায় সেটাই এখন দেখার।
শুধু চরিত্র নয়, লুকেও চমকে দিয়েছেন তনুকা। আগের ধারাবাহিকের তুলনায় অনেকটা তরুণ, পরিপাটি এক অবতারে হাজির হচ্ছেন তিনি। এবার দেখার— এই ‘খারাপ’ চরিত্রে কতটা ভালবাসা কুড়োতে পারেন মিষ্টি ঠাম্মি থেকে খলনায়িকা হয়ে ওঠা তনুকা চট্টোপাধ্যায়।
