একাধিক বলিউড অভিনেত্রীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট! বিগত কয়েক দিন ধরে একের পর এক অভিনেত্রী এই বিরুদ্ধে সরব হয়েছেন। জানিয়েছেন কখনও তাঁদের নাম করে ভুয়ো অ্যাকাউন্ট বানানো হচ্ছে, কখনও আবার ফোন নম্বর। যে ভুয়ো অ্যাকাউন্ট বানানো হচ্ছে সেখানে তাঁদের অনুমতি ছাড়া তাঁদের নাম, ছবি ব্যবহার করা হচ্ছে। তবে আরও বিপজ্জনক হল, তাঁর নাম করে ফোন করছে লোকজনকে, কথা বলছে। চাকরির টোপ দিচ্ছে।
মাত্র সপ্তাহখানেক আগেই রকুলপ্রীত সিং ইনস্টাগ্রামে এই বিষয়ে একটি পোস্ট করেন। জানান একটি নম্বর থেকে তিনি বলে পরিচয় দিয়ে কথা বলা হচ্ছে তাঁর পরিচিতদের সঙ্গে। তিনি জানিয়েছিলেন যে তিনি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানাবেন কারণ এটা চিন্তার বিষয়। তিনি এদিন এও বলেন, ভক্তরা আমাদের ভালবাসেন, আমাদের ছবি ব্যবহার করেন নিজেদের প্রোফাইলে, সব ঠিক আছে। কিন্তু আমার নাম করে আমার পরিচিতদের সঙ্গে কথা বলা মোটেও ঠিক নয়।
শ্রিয়া শরণও সম্প্রতি একগুচ্ছ স্ক্রিনশট পোস্ট করেছেন। জানিয়েছেন সেই স্ক্রিনশটে থাকা নম্বরটি তাঁর নয়। এই লোকটি বহুদিন ধরে তাঁর নাম করে লোকজনকে উল্টোপাল্টা মেসেজ করছেন। অভিনেত্রী জানান তিনি কয়েক দশক ধরে একই ফোন নম্বর ব্যবহার করছেন।
'ধুরন্ধর' অভিনেত্রী সারা অর্জুনের নাম করেও একটি ফোন নম্বরের মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। সারা অর্জুনের বাবা রাজ অর্জুন সম্প্রতি সমাজমাধ্যমে জানান তাঁর মেয়ের নাম করে কেউ লোকজনকে ফোন এবং মেসেজ করছেন। ইনস্টাগ্রামে একটি ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে সেটিকে অরিজিন্যাল বলে দাবি করছে।
যদিও এই শুরুটা করেছিলেন অদিতি রাও হায়দারি। তিনি প্রথমে একটি স্ক্রিনশট পোস্ট করে জানান এই ভুয়ো অ্যাকাউন্টের তরফে বিভিন্ন ফটোগ্রাফারদের যোগাযোগ করা হচ্ছে তাঁর নাম করে। তিনি এবং তাঁর টিম এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।
পুলিশের তরফেও সতর্ক থাকতে বলা হচ্ছে। সন্দেহ হলে এই ফোন কল বা মেসেজের উত্তর না দেওয়াই বাঞ্ছনীয়।
