সংবাদ সংস্থা, মুম্বই: সিনেমা থেকে রিয়েলিটি জগৎ,এক সময়ে দাপট ছিল তাঁর। বিতর্কে জড়িয়েছিলেন বিগ বসের ঘরে। কেরিয়ার মধ্যগগনে থাকাকালীন আচমকাই গ্ল্যামার দুনিয়া ছাড়েন সানা খান। দুবাইনিবাসী মৌলানা মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে সংসার পাতেন। প্রথম সন্তানের দেড় বছর পর দ্বিতীয়বার মা হতে চলেছেন প্রাক্তন অভিনেত্রী।
গত বছরের জুলাই মাসে পুত্রসন্তানের জন্ম দেন সানা। এবার ফের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করলেন তিনি। একটি ভিডিও কার্ডের মাধ্যমে শুক্রবার পরিবার ৩ থেকে ৪ হতে চলার সুখবর দেয় খান পরিবার। সমাজ মাধ্যমে লিখেন, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লারই আছে। আশীর্বাদ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লা আমাদের আশীর্বাদ করুন ও আগামীর চলার পথ মসৃণ হোক।'
এক সময় ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর’একের পর এক মেগা থেকে রিয়্যালিটি শো দেখা গিয়েছিল সানাকে। এরপর শুরু হয় তাঁর বলিউড সফর। প্রাক্তন অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো সিনেমা। আচমকাই জীবনকে সম্পূর্ণ বদলে ফেলেন তিনি। ধর্মের পথে চলতে ত্যাগ করেন মডেলিং, অভিনয়।
২০২০ সালের ৮ অক্টোবর অভিনয় জগৎ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। কারণ হিসাবে জানান, তিনি নিজেকে ইসলামের কাছে সমর্পন করতে চান। তিন বছরের মাথায় গত বছরের ৫ জুলাই সানার প্রথম সন্তানের জন্ম দেন বিস বসের প্রাক্তন প্রতিযোগী। ছেলের নাম রাখেন তারিক জামিলের। অভিনেত্রীর সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের । এই নিয়ে বেশ বির্তক হয়েছিল। এবার দাদা হতে চলেছে তারিক। সুখবর দিলেন প্রাক্তন অভিনেত্রী।
