নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় পুজোর ছবি হয়ে আসছে 'টেক্কা'। ছবিতে অভিনয় করছেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজা দত্ত সহ আরও অনেকে। ইতিমধ্যেই ছবিতে দেবের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল রুক্মিণীর প্রথম ঝলক। সেই সঙ্গে জানা গেল তাঁর চরিত্রের নামও।

 

 

'টেক্কা'র নতুন পোস্টারে দেখা গেল সাদা শার্টের উপর লেদার জ্যাকেট পরে রয়েছেন নায়িকা।চোখে সানগ্লাস। বব কাট চুল, হাতে বন্দুক। রুক্মিণীর এই লুক দেখে চোখ ফেরানো দায় হয়েছে অনুরাগীদের। কখনও তিনি যেমন 'বুমেরাং'-এ রোবোটিক লুকে চমকে দিচ্ছেন দর্শকদের, কখনও তিনি আবার লাস্যময়ী 'বিনোদিনী'। কিন্তু এবার 'টেক্কা'র লুকে যেন বদলে গিয়েছে রুক্মিণীর ব্যক্তিত্ব। তাঁর প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দেব। দেবের ওই পোস্ট থেকেই জানা গেল এই ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম 'মায়া'।

 

রুক্মিণীর ছবি ভাগ করে দেব লেখেন, "সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক। এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে।" একই সঙ্গে তিনি লেখেন, "ক্ষমতা, দায়িত্ব, বিচার! পথঘাট শাসন করে বেড়ানো মায়ার সঙ্গে আলাপ করুন।" 

 

আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই থ্রিলার ঘরানার ছবিটি।