বলিউডের কমেডির ইতিহাসে হেরা ফেরি এক অবিস্মরণীয় অধ্যায়। সেই ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা এবার কপিল শর্মা এবং নেটফ্লিক্সকে টেনে আনলেন আদালতে। অভিযোগ? ‘হেরা ফেরি’–র আইকনিক চরিত্র ‘বাবুরাও গণপত রাও আপ্টে’-র অনুমতিহীন ব্যবহার। মামলার অঙ্ক—২৫ কোটি টাকা!

ঘটনার সূত্রপাত ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি পর্বে। সেখানে কিকি শারদা বাবুরাওয়ের চরিত্রে হাজির হন, যখন অক্ষয় কুমার অতিথি হয়ে শোতে আসেন। এর আগে বিকল্প মেহতা অক্ষয় কুমার সেজে এসেছিলেন, কপিলের শো-এর অন্য এক অভিনেতাও বাবুরাও সেজে মঞ্চে হাসির তুফান তুলেছিলেন । কিন্তু এবার যখন সরাসরি অক্ষয়ের উপস্থিতিতে বাবুরাওয়ের চরিত্রের ব্যবহার হল, প্রযোজকের ক্ষোভ আছড়ে পড়ল নেটফ্লিক্স এবং কপিল শর্মার উপরে।

নাদিয়াদওয়ালার তরফের আইনজীবী সানা খান স্পষ্ট জানালেন—“ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোনও ‘ক্যাজুয়াল বরোয়িং’ নয়। এটা সৃষ্টিশীলতার প্রাণ। অনুমতি ছাড়া এভাবে ব্যবহার করা মানে কপিরাইট আইন ভাঙা, আর সবচেয়ে বড় কথা—এটা স্পষ্ট চুরির নামান্তর।” প্রযোজক নিজেও এই প্রসঙ্গে বলেছেন—“এই উত্তরাধিকার গড়া হয়েছে ঘাম, দৃষ্টি আর সৃজনশীলতায়। পরেশ রাওয়ালজি তাঁর হৃদয়-মন ঢেলে চরিত্রটিকে জীবন্ত করেছেন। বাণিজ্যিক ফায়দার জন্য এটা কেউ ব্যবহার করতে পারে না। সংস্কৃতি রক্ষা করার জন্য, শোষণের জন্য নয়।” মামলা দায়ের হয়েছে কপিরাইট আইন, ১৯৫৭-এর ধারা ৫১ এবং ট্রেডমার্কস অ্যাক্ট-এর ধারা ২৯ অনুযায়ী।

এই ঘটনার সময়টাই তাৎপর্যপূর্ণ। কারণ, বলিউডে একের পর এক তারকা এখন তাঁদের পার্সোনালিটি রাইটস রক্ষায় সরব হয়েছেন। অন্যদিকে, দর্শকরা গত দুই দশক ধরে ‘হেরা ফেরি ৩’-এর অপেক্ষায়। পরেশ রাওয়াল কিছু কারণে প্রথমে ছবি থেকে সরে গেলেও ফের যোগ দিয়েছেন। ফলে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষিত সেই স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে।

প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ৩’-এর শেষ পর্বে কপিল শর্মার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। পুরো এপিসোডটাই ছিল মজায় ভরা। কপিল এবং অক্ষয়ের স্বভাবসিদ্ধ রসিকতায় ওঠে হাসির রোল। ওই পর্ব চলাকালীন অক্ষয় কানাডায় কপিলের ক্যাপস ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনার দিকে ইঙ্গিতও করেছিলেন।

মজার ছলে অক্ষয় বলেন, “তিনটি সিজন ইতিমধ্যেই নেটফ্লিক্সে হয়েছে। এর আগে সোনি-তে চলছিল, তার আগে কালার্সে। এখন দু’টি ছবিতে অভিনয় করছে। আবার নিজের রেস্তরাঁও খুলেছে এবং সেখানে এত পয়সা রোজগার করেছে যে গুলি পর্যন্ত চলে।” এহেন মন্তব্য করে হেসে ওঠেন অভিনেতা। কপিল যদিও এহেন মজার কোনও উত্তর দেননি। কেবল হেসেই পাশ কাটিয়েছেন।কানাডায় কপিলের ক্যাফেতে দ্বিতীয়বার গুলি চলার পর থেকেই তিনি শিরোনামে রয়েছেন। অভিযোগ অনুযায়ী, এবার হামলা চালিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের দলের লোকজন। কপিল তাঁর শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা সলমন খানকে আমন্ত্রণ জানান। সেই কারণেই নাকি লরেন্সের দলের রোষদৃষ্টিতে পড়েন তিনি। একটি অডিও রেকর্ডিংয়ে এই হামলা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।


সেটিতে যে ব্যক্তির গলা শোনা গিয়েছে, সে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে দাবি। জানানো হয়, কপিল শর্মার ক্যাফেতে দু’বার গুলি চালানো হয়েছে কারণ তিনি নেটফ্লিক্সের একটি শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সলমনকে ডেকেছিলেন।