প্রচণ্ড দাবদাহের মধ্যে সোমবার সকালে আগুন লাগল রাজারহাট ডিআরডিআর স্টুডিওয়। প্রত্যক্ষদর্শীর খবর, আগুন লেগেছে স্টুডিও সংলগ্ন চত্বরে দাঁড়িয়ে থাকা দুটো মেকআপ ভ্যানে। দেখতে দেখতে পুড়ে যাই যান দুটো। এই স্টুডিওয় দিদি নং ১ এবং দাদাগিরির শুট হয়। সবিস্তার জানতে আজকাল ডট ইন তাই যোগাযোগ করেছিল দুই নন ফিকশন শো-এর পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। তিনি দিল্লিতে দাদাগিরির শুট সেরে সদ্য পা রেখেছেন কলকাতায়। বললেন, ‘‘সদ্য শহরে পা রেখেই আগুন লাগার খবর পেলাম। ঘটনাস্থলে যাচ্ছি। পুরোটা দেখে তারপর বলতে পারব।’’
জানা গিয়েছে, প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি টিনের শেডে। টের পেতেই ষ্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালান ষ্টুডিওকর্মীরা। ততক্ষণে দু’টি গাড়ি ভস্মীভূত। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ আসে। দমকলের একটি গাড়িও ঘটনাস্থলে আসে। দমকলের গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় কর্মীরা। কী করে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, প্রথমে ষ্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি টিনের শেডে। টের পেতেই ষ্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালান ষ্টুডিওকর্মীরা। ততক্ষণে দু’টি গাড়ি ভস্মীভূত। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ আসে। দমকলের একটি গাড়িও ঘটনাস্থলে আসে। দমকলের গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় কর্মীরা। কী করে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ।
