নিজস্ব সংবাদদাতা: গত ২৫ শে জানুয়ারি সুজাতা সদনে অনুষ্ঠিত হল 'এনিবডি ক্যান ওয়াক সিজন ২'। আয়োজনে 'মেয়েরা'। সংস্থাটি লেখিকা মৌমিতা ঘোষ দ্বারা পরিচালিত ১৫০০ মহিলার একটি গ্রুপ। এই সংস্থার উদ্দ্যেশ্য হল, একে অপরের পাশে দাঁড়ানো এবং সবাই মিলে এমন কিছু করা যা একজনের পক্ষে অসম্ভব। বিভিন্ন উদ্যোগের মধ্যে এই ফ্যাশন শো একটি উল্লেখযোগ্য উদ্যোগ। মহিলা পোশাকশিল্পীরা, যাঁদের মূলত বাড়ি থেকে ব্যবসা চলে, যাঁরা ফ্যাশন শোয়ের কথা ভাবতেই পারেন না, তাঁরাও নিজেদের প্রতিভা দেখাতে পারেন। মৌমিতার বিশ্বাস, তাঁরা সবাই একে অপরের পাশে থেকে,হাতে হাত ধরে কাজ করতে করতে একদিন বিলুপ্ত করে দিতে পারবেন পুরুষতন্ত্রের প্রাচীন প্রবাদ -'মেয়েরাই মেয়েদের শত্রু'। অনুষ্ঠানের বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক শুভ্রজিৎ মিত্র , পোশাকশিল্পী অরিজিৎ গুহ নিয়োগী, প্রিয়াঙ্কা পাল, লেখক সৈয়দ হাসমত জালাল, লেখিকা চৈতালী চট্টোপাধ্যায় প্রমুখ।
ফ্যাশন, স্টাইলকে ঘিরে 'মেয়েরা' সংস্থার ও মৌমিতা ঘোষের এই বয়স, শরীরের আকার-গঠন, গাত্রবর্ণ সব কিছুকে অগ্রাহ্য করে নারীত্ব ও জীবনের উদযাপনের উদ্যোগ সত্যিই মনে রাখার মতো। ১১ জন পোশাকশিল্পীর, ১৬ জন বিভিন্ন বয়সী মডেল ও ১৬ জন রূপটান শিল্পীর সবাই ছিলেন মহিলা। সবাই হাতে হাত লাগিয়ে তাক লাগিয়ে দিলেন দর্শকদের ও উঁচু গলায় বার্তা দিলেন -বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাব না। যা ছিল এই ফ্যাশন শোয়ের ক্যাচ লাইন।একটু অন্য রকম ভাবে স্বর্ণ যুগের বাংলা ও হিন্দি গানের সঙ্গে সমগ্র অনুষ্ঠানটি যেভাবে সাজানো হয়েছিল তার ভূয়সী প্রশংসা করেন দর্শকরা। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন মৌমিতা ঘোষ।
