বিশাল ভরদ্বাজের আগামী ছবি ‘ও রোমিও’-র টিজার মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে ছবির এক অপ্রত্যাশিত চমকে দেওয়া মুহূর্ত। মাত্র একটি সংলাপেই কার্যত সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল। টিজারে তাঁর মুখে শোনা এক হালকা গালাগালই রীতিমতো ভাইরাল হয়ে যায়। ‘ঠাম্মা’ বা ‘মা’-এর ইমেজে অভ্যস্ত দর্শকেরা যেন কিছুতেই মানতে পারছেন না এই নতুন ফরিদাকে।
এই বিতর্কের মাঝেই মুখ খুললেন ফরিদা জালাল নিজে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ছবির জন্য ‘গালাগাল’ ব্যবহার করা নিয়ে প্রথম থেকেই তিনি ছিলেন স্পষ্ট অবস্থানে। ফরিদার কথায়, বিশাল ভরদ্বাজ বহুদিন ধরেই তাঁর প্রিয় পরিচালকদের তালিকায় ছিলেন। ‘হীরামান্ডি’-তে সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ করার পর, ‘ও রোমিও’-র মাধ্যমে আরও একটি ইচ্ছে পূরণ হয়েছে তাঁর।

ফরিদার কথায়, বিশাল ভরদ্বাজ যখন নিজে তাঁর বাড়িতে এসে ছবির কথা বলেন, তখনই উঠে আসে সেই অপ্রত্যাশিত প্রশ্ন। “উনি হঠাৎ জিজ্ঞেস করলেন, ‘ পর্দায় আপনি গালাগালি দিতে পারবেন তো?’ শুনে তো আমি একেবারে থতমত। এত বড় একজন পরিচালক সামনে বসে, যার সঙ্গে আমি বহুদিন কাজ করতে চেয়েছি। আমি বলেই ফেললাম, ‘না না, এভাবে আমি বলতে পারব না। নগ্নমার্কা, নোংরা গালি আমি দেব না। ছোটখাটো, হালকা-ফুলকা গালি হলে তবু ভাবা যেতে পারে। আর হ্যাঁ, মা-বোন তুলে কোনও গালি দেব না।’”
এই কথা শুনে বিশাল ভরদ্বাজ হেসে ফেলেন বলেও জানান অভিনেত্রী। ফরিদার দাবি, তাঁর সংলাপ মোটেই অশালীন নয়। চরিত্রের প্রয়োজনেই সেই ভাষা ব্যবহার করা হয়েছে। “ছবিতে আমি এই সংলাপটা একবারই বলেছি। আর তাতেই এত হইচই! মানুষ বলছে, ‘ফরিদা জালাল এটা বলল!’ ছোটবেলা থেকে দর্শক আমাকে একরকম ভাবেই দেখে এসেছে। আমিও সবসময় এই ধরনের সংলাপ এড়িয়ে গিয়েছি। কিন্তু চরিত্র যদি রাগী হয়, তার ভাষাও তো তেমনই হবে। কোনও চরিত্রে ‘হ্যাঁ’ বললে, সেটাকে পুরোটা দিয়েই করতে হয়,” সাফ জানালেন তিনি।
টিজার মুক্তির পর সোশ্যাল মিডিয়ার মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, “প্রিয় ঠাম্মাকে গালি দিতে দেখার জন্যই ‘ও রোমিও’ দেখব।” আবার কেউ রসিকতা করে লিখেছেন, “ফরিদা জালালকে গালি দিতে শুনে ফেললাম! জীবন সত্য়িই আশ্চর্যের” অনেকের কাছেই এই মুহূর্ত ছিল একেবারে ‘বাকেট লিস্ট’-এর বাইরে।
উল্লেখযোগ্যভাবে, বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ শেক্সপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর আধুনিক ও ডার্ক পুনর্কল্পনা। হিংস্রতা, আবেগ এবং নির্মম বাস্তবতার প্রেক্ষাপটে এগিয়ে যাবে ছবির গল্প। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শহিদ কাপুর। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফরিদা জালাল ছাড়াও তৃপ্তি দিমরি, দিশা পটানি, তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি এবং অবিনাশ তিওয়ারি।
সব মিলিয়ে, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তির অপেক্ষায় থাকা ‘ও রোমিও’ শুধু তারকাখচিত কাস্ট বা বিশাল ভরদ্বাজের পরিচালনার জন্য নয়, ফরিদা জালালের এক লাইনের সংলাপেই প্রমাণ করে দিল, ছবিটি বিতর্ক, কৌতূহল আর চর্চার কেন্দ্রে থাকবেই।
