সংবাদসংস্থা মুম্বই: একই বিমানে সফর করছিলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারহা খান ও অভিনেত্রী শিল্পা শেঠি। পেশাগত সম্পর্কের বাইরেও তারা দু’জনে ভাল বন্ধু। একসঙ্গে বেশ অনেক কাজ করেছেন। কিন্তু আচমকা তাঁদের মধ্যে কী এমন ঘটল যে সটান শিল্পার প্রসঙ্গে বিশেষ সতর্কবার্তা দিলেন ফারহা খান?
সম্প্রতি ফারহা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সেখানেই বিমানে শিল্পার পাশে বসতে বারণ করেছেন ফারহা। যার কারণ ভিডিয়োটি দেখলেই স্পষ্ট হয়ে যাবে। দেখা গেছে, বিমানে ফারহার পাশে বসে রয়েছেন শিল্পা। আর কোরিওগ্রাফার একের পর এক খাবারের অর্ডার দিয়ে চলেছেন। কিন্তু শিল্পা তাঁকে সেইসব খাবার নিতে নিষেধ করছেন। শেষে বিরক্ত হয়ে বিমানসেবিকাকে ফারহা বলেন, “আমি আসন পরিবর্তন করছি।” এরপরই তিনি অভিনেত্রীর পাশ থেকে উঠে চলে যান। আর এই কারণেই ভিডিয়োর ক্যাপশনে ফারহা লিখেছেন, ‘‘বিমানে শিল্পা শেট্টির পাশে কখনও বসবেন না।’’
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ফিটনেস অনুরাগীর সংখ্যা কম নয়। এমন অনেকেই আছেন যাঁরা অভিনেত্রী শিল্পার ভক্ত নন, কিন্তু নায়িকার ফিটনেস তাঁদের অনুপ্রেরণা। শিল্পা নিয়মিত শরীরচর্চা করেন, তার ঝলক সোশ্যাল মিডিয়াতে প্রায়ই পাওয়া যায়। তবে ফিটনেস, ডায়েট এসবের ধারেকাছেও যান না ফারহা খান। তাই স্বাস্থ্য সচেতন শিল্পার ‘খাবারের বিধিনিষেধ’ মোটেও পছন্দ নয় কোরিওগ্রাফারের। বন্ধু যতই সুস্বাস্থ্যের পরামর্শ দিক না কেন, বিমানে রকমারি খাবার খেতে চান তিনি। মজা করে ভিডিয়োর ক্যাপশনে ফারহা আরও লেখেন, ‘‘কেউ কিছুই খেতে পারবেন না, আর তিনি শিল্পার মতো ফিটও হবেন না।’’
ভিডিয়োটি নিয়ে নেটপাড়ায় বেশ চর্চা শুরু হয়েছে। দুই বলিউড তারকার বন্ধুত্বের খুনসুটি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। ভিডিয়োর কমেন্ট বাক্স উপচে পড়ছে নেটাগরিকদের প্রতিক্রিয়া। তারই মধ্যে আলাদা করে নজর কেড়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার মন্তব্য। যেখানে রাজ লিখেছেন, ‘‘ফারহা, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। তোমার জন্য জলই ছিল সবচেয়ে স্বাস্থ্যকর।’’
সম্প্রতি একটি নাচের রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে ফারহাকে দেখা গিয়েছে। বর্তমানে বিটাউনের বেশ কিছু গানে তিনি কোরিয়োগ্রাফি করছেন। অন্যদিকে, ‘কেডি:দ্য ডেভিল’ ছবিতে ফের দর্শকদের সামনে আসছেন শিল্পা শেঠি।
