১৫ নভেম্বর সকাল সকাল সুখবর দিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। বিয়ের চার বছর পর তাঁরা ২ থেকে ৩ হলেন। তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য, তাঁদের মেয়ে। এদিন নিজেই সেই খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা। তারপরই পত্রলেখার সাধের অদেখা ছবি প্রকাশ্যে আনলেন কোরিওগ্রাফার, পরিচালক এবং বর্তমানের জনপ্রিয় ইউটিউবার ফারাহ খান।
বন্ধু রাজকুমার রাও এবং পত্রলেখার জন্য সম্প্রতি সাধের আয়োজন করেছিলেন ফারাহ খান এবং হুমা কুরেশি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন। বলা ভাল, ঘনিষ্ট বন্ধুদের নিয়েই এই অনুষ্ঠান হয়েছিল। এসেছিলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, হুমার চর্চিত প্রেমিক রচিত সিং, প্রমুখ। আনন্দ, মজা, গল্পে জমে উঠেছিল সেই অনুষ্ঠান।
শনিবার সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করে ফারাহ লেখেন, 'শুভেচ্ছা পত্রলেখা এবং রাজকুমার রাও। জীবনের এই সুন্দর অধ্যায়টা উপভোগ করো। আর মনে রেখো, বাচ্চাকে নিয়ে কোনও পরামর্শ লাগলে, ম্যায় হুঁ না। পুনশ্চ, হুমা কুরেশি, ভাগ্যিস আমরা সাধের অনুষ্ঠানটা সময়মতো আয়োজন করতে পেরেছিলাম।'
প্রসঙ্গত, শনিবার পত্রলেখা এবং রাজকুমার রাও সকাল সকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানান তাঁদের সন্তান আসার কথা। লেখেন, 'আমরা এখন মধ্যগগনে। ঈশ্বর আমাদের মেয়ে দিয়ে আশীর্বাদ করেছেন। বাবা মা হিসেবে আমরা কৃতজ্ঞ। রাজকুমার রাও এবং পত্রলেখা।' এই ছবির সঙ্গে ক্যাপশনে তারকা জুটি লেখেন, 'আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ দিয়েছেন।'
চলতি বছরের জুলাই মাসে সন্তান আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। ২০২১ সালের ১৫ নভেম্বর তাঁরা গাঁটছড়া বেঁধেছিলেন ১১ বছর চুটিয়ে প্রেম করার পর। আর ৪ বছর পর, এইদিনেই তাঁরা সন্তান সুখ পেলেন। বিয়ের খবর জানিয়ে রাজকুমার লিখেছিলেন, 'অবশেষে, ১১ বছর ধরে প্রেম, রোম্যান্স, বন্ধুত্বের পর আমি আমার সব কিছু যে, আমার প্রিয় বন্ধু, আমার সোলমেট, আমার পরিবার তাকে বিয়ে করলাম। তোমার স্বামী, এটার থেকে বড় খুশি আমার জন্য আর কিচ্ছু নয় পত্রলেখা। আজীবনের গল্প শুরু হল।' রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। রাজকুমার একাধিকবার একাধিক সাক্ষাৎকারে বলেছেন, প্রথমবার এক বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তাঁর। পরবর্তীতে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ২০১৪ সালে। যখন দুজনে একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় অভিনয় করলেন।
