সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘ভাইজান’ আবার চমকে দিলেন! একেবারে শুক্রবার সকালে সমাজমাধ্যমে এক ঝলক মিষ্টি বার্তা দিলেন অনুরাগীদের উদ্দেশ্যে— কিন্তু নজর কাড়ল অন্য কিছু! নীলরঙা টি-শার্ট পরে ঘরের মধ্যে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে নিজের একটি ছবি শেয়ার করলেন সলমন। সঙ্গে ক্যাপশনে লিখলেন, “সঠিক লক্ষ্যে পরিশ্রম করে যাও। তাঁরই কৃপা হবে...।” এর পরে যোগ করলেন, “এই কথার ইংরেজি… আপনি নিজেই করেই নাও” — যাকে বলে একদম ‘ভাইজান’ স্টাইলে!

 

 

 

কিন্তু নেটদুনিয়ার চোখ আটকাল কোথায় জানেন? সলমনের পিছনে রাখা একটা ঝাপসা পোস্টারের ছবিতে! অনুরাগীদের দাবি, ওই পোস্টারেই দেখা যাচ্ছে সলমনের আগামী ছবি ‘গালওয়ান’-এর সংকেত! একজন লিখেছেন— “পিছনে দেখুন ‘গলওয়ান’ (#Galwan) পোস্টার! দারুণ উত্তেজিত আপনার নতুন সিনেমার জন্য।” আরেকজন বলছেন, “সলমন ভাই, এটা কি আপনার নতুন সিনেমার পোস্টার? তাহলে তো চমকপ্রদ কিছু আসছে!” আর এক ফ্যান তো সরাসরি প্রশ্নই ছুঁড়েছেন— “আপনার ছবি দেখাচ্ছেন না পোস্টার? এত রহস্য কেন ভাইজান?”

 

?ref_src=twsrc%5Etfw">July 3, 2025

 

তবে এখনই এই ছবির বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি সালমান। তবে সূত্র বলছে, গলওয়ন উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবি, আর জুলাইতেই শুরু হতে চলেছে শুটিং।  শেষবার সলমনকে দেখা গিয়েছিল ‘সিকান্দর’ ছবিতে, যেখানে ছিলেন রাশ্মিকা মন্দান্না, কাজল আগরওয়াল, শর্মন যোশি, সত্যরাজ, ও আরও অনেকে। এআর মুরুগাদোস পরিচালিত এই ছবি বক্স অফিসে তেমন চলেনি, যদিও সালমানের ‘সিকান্দর’ লুকে ছিলেন তুখোড়।

 

তবে 'ভাইজান'-এর অনুরাগীদের এখন নজর শুধুই সেই রহস্যময় পোস্টারে—গলওয়ান যুদ্ধগাথা নাকি ভাইজানের নতুন চমক? সময়ই বলবে!