‘বিগ বস’-এ ‘উইকেন্ড কা ভার’-এর মঞ্চে বসে কখন যে প্রতিযোগীদের ধমক থেকে বিশ্বরাজনীতির দিকে মোড় নিলেন সলমন, টেরই পাননি কেউ। শনিবার রাতের ‘বিগ বস ১৯’-এর পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে তাঁর আচরণের জন্য ভর্ৎসনা করা শুরু করেন ‘টাইগার’। তখনই সলমন খান মন্তব্য করে বসলেন — “যে সবথেকে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তি পুরস্কার চাইছে!” সরাসরি নাম না করলেও, ফারহান ভাটকে করা এই মন্তব্য আসলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশেই এই খোঁচা, তা দর্শক থেকে নেটিজেন— সকলেই বুঝে গেলেন মুহূর্তে।

গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করেছেন। কখনও ভারত-পাকিস্তান, কখনও বা ইজরায়েল-ফিলিস্তিন। অথচ সংশ্লিষ্ট পক্ষগুলি বারবার সেই দাবি খারিজ করেছে। তবুও ট্রাম্পের সমর্থকেরা তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবিতে সরব। সলমনের মন্তব্যে যেন সেই সমগ্র বিতর্কই উঠে এল এক লাইনে।

বোগ বস-এর এই পর্ব সম্প্রচারের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই ক্লিপ। টুইটার থেকে রেডিট— সর্বত্র ছড়িয়ে পড়ে ভিডিওটি। এক নেটিজেন মজা করে লিখলেন, “সালমান আসলেই নিউজ দেখে নাকি!” অন্য কেউ লিখলেন, “ভাইজানের এই লাইনটা একেবারে অসাধারণ।” এমনকী এক মন্তব্যে ঠাট্টা করে বলা হয়, “এবার দেখি ট্রাম্প কী জবাব দেন!”

উল্লেখ্য, ‘বিগ বস ১৯’-এর সূচনাই হয়েছিল রেকর্ড ভিউয়ারশিপ দিয়ে। শুরুর ঝড়ো সাফল্যের পর এখন শো আরও জমজমাট। আর সপ্তাহান্তে সলমনের উপস্থিতি তো বাড়তি আকর্ষণ। প্রতিযোগীদের ব্যক্তিগত লড়াই, পর্দার ভেতরের নাটক, আর সঞ্চালকের খোলামেলা মন্তব্য— সব মিলিয়ে দর্শক চোখ সরাতে পারছেন না।

এদিকে, সলমন বর্তমানে একসঙ্গে সামলাচ্ছেন ছোটপর্দা আর বড়পর্দার দুই দুনিয়া। বিগ বস-এর শুটিংয়ের ফাঁকেই ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি “ব্যাটল অফ গালওয়ান”-এর শ্যুটিংয়ে। পরিচালক অপূর্ব লাখিয়ার এই যুদ্ধভিত্তিক ছবির শুটিং চলছে লাদাখে। গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনার সংঘর্ষকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে কাহিনি।

সব মিলিয়ে একদিকে রিয়েলিটি শো-এর মঞ্চে রাজনৈতিক খোঁচা, অন্যদিকে বড়পর্দায় বাস্তব যুদ্ধের গল্প— সলমন খানের ঝটকা যেন সব জায়গাতেই লাগছে সমানভাবে।

 

 

প্রসঙ্গত, জমে উঠেছে রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'। সলমন খান সঞ্চালিত এই শো-এ সম্প্রতি বেশ কিছু নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। এর কেন্দ্রে রয়েছেন সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিক। এই শো-এর সঞ্চালক সলমন খান সরাসরি তাঁর অলস আচরণ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। এক প্রোমোতে সালমানকে বলতে শোনা যায়—“শো-এর বাইরে আপনার যে ইমেজ ছিল, সেটি এখন আরও খারাপ হতে চলেছে।” আসলে আমালের অভ্যাস হল দিনের বেলা ঘুমিয়ে পড়া, যা শোয়ের নিয়মবিরুদ্ধ এবং দর্শক থেকে নির্মাতা—সবারই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


 
আমাল শুরুতে ছিলেন এই সিজনের অন্যতম শক্তিশালী প্রতিযোগী। কিন্তু ধীরে ধীরে তাঁর উদাসীন মনোভাব ও অলসতা তাঁকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। সলমনের এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত, দর্শকের চোখে আমালের এতদিনের ভাবমূর্তি  নষ্ট হয়ে যাচ্ছে শো-এর মধ্যে করা তাঁর কাণ্ডকারখানার সুবাদে।