সংবাদ সংস্থা, মুম্বই: মাত্র ৩৫ বছর বয়সে থেমে গেল জীবন। প্রয়াত টেলিভিশনের পরিচিত মুখ নীতীন চৌহান। তাঁর অকাল প্রয়াণে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি।
অল্প বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন নীতীন। জিতেছিলেন রিয়ালিটি শো 'দাদাগিরি ২’। বেশ পরিচিতি পেয়েছিলেন এমটিভি 'স্প্লিটসভিলা ৫’। এছাড়াও ‘ক্রাইম পেট্রোলস’, ‘তে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে অভিনয় করেছিলেন নীতীন। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর, আত্মঘাতী হয়েছিলেন তরুণ অভিনেতা।
উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা নীতীন। কর্মসূত্রে মুম্বই থাকতেন তিনি। ২০২২ সালে তাঁকে শেষবার‘তেরা ইয়ার হুঁ ম্যায়’তে পর্দায় দেখা গিয়েছিল। ছেলের মৃত্যুর খবর শুনেই মুম্বইতে ছুটে আসেন অভিনেতার বাবা। কীভাবে আচমকা এই ঘটনা ঘটল, সেবিষয়ে এখনও স্পষ্ট নয়।
সোশ্যাল মিডিয়ায় প্রয়াত টেলি অভিনেতার দুই সহ-অভিনেতা সুদীপ সাহির, সায়ন্তনী ঘোষ নীতীনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়াও তাঁর আরেক প্রাক্তন সহ-অভিনেত্রী বিভূতি ঠাক্করের পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। প্রয়াত অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে বিভূতি লিখেছেন, “শান্তিতে ঘুমোও। খবরটা শুনে ভীষণ কষ্ট হচ্ছে। যদি তোমার জীবনের সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার মতো শক্তি থাকত… তোমার শারীরিক শক্তির মতোই যদি মানসিক শক্তিও থাকত।”
তবে কি কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন নীতিন। আর সেই কারণেই নিজেকে শেষ করার মতো চরম সিদ্ধান্ত? না তাঁর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। আপাতত তদন্ত চালাচ্ছে পুলিশ। অনেকেই আবার এই ঘটনার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ছায়া দেখছে!
